পাটীকা বাড়ী গ্রামে আনন্দমার্গ বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই ফেব্রুয়ারী ২০২৪ আত্মীয় ---স্বজন , বন্ধু ---বান্ধব,আনন্দমার্গের বহু সদস্য- সদস্যা, পাড়া প্রতিবেশী সহ সকল শুভানুধ্যায়ীর উপস্থিতিতে ১১ই ফেব্রুয়ারী রবিবার২০২৪ সন্ধ্যায় নদীয়া জেলার বেথুয়াডহরী সংলগ্ণ পাটীকাবাড়ী গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ মল্লিক ও শ্রীমতী ভগবতী মল্লিকএর একমাত্র কন্যা কল্যাণীয়া পূজার সঙ্গে নদীয়া জেলার বার্ণিয়া গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রীস্বপন মন্ডল ও শ্রীমতী নমিতা মন্ডলের একমাত্র পুত্র কল্যাণীয় সব্যসাচীর শুভ বিবাহ আনন্দমার্গীেয় বিধিতে ( বৈপ্লবিক বিবাহ) সুসম্পন্ন হয়েছে৷

 বিবাহ অনুষ্ঠানে কন্যাপক্ষে পৌরহিত্য করেন ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা-ও বরপক্ষে পৌরহিত্য করেন আচার্য সর্বঞ্জানানন্দ অবধূত৷ আনন্দ মার্গীয় বিধিতে তথা এই বৈপ্লবিক বিবাহ বিষয়ে মূল্যবান আলোচনায় অংশগ্রহন করেন আচার্য অমৃতবোধানন্দ অবধূত৷ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত বিবাহ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নদীয়া জেলার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷