পদার্পণ দিবসের শ্রদ্ধার্ঘ্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রাউটপ্রবক্তা পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার  ১৯৭৯ সালে ১১ই মার্চ ‘নোতুন পৃথিবী পত্রিকা’ কার্যালয় পরিদর্শনে এসেছিলেন৷ আজ সেই শুভদিনে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে স্মরণ করি নোতুন পৃথিবীর উদ্দেশ্যে তাঁর বার্র্ত---

‘‘নোতুন পৃথিবী’’ তারাই তৈরী করতে পারে যাদের মধ্যে কোন সংকীর্ণতা নেই৷

আশা করি, একথা জেনে বুঝেই কাজে নেমেছো৷ নোতুন পৃথিবী সমাজ কল্যাণের বাহন হোক এটাই আমি চাই৷’’        ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার