পেজ,ভূপতি ও সানিয়া  এক সাথে কাজ করা উচিত---বললেন জার্র্মন টেনিস তারকা বরিস

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতীয় টেনিসের  উন্নতিতে তিন আইকন  লিয়েণ্ডার পেজ,মহেশভূপতি, সানিয়া মির্জার হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত৷ এমনই মনে করেন  কিংবদন্তি জার্র্মন  তারকা বরিস বেকার৷ ভারতীয় টেনিস প্রসঙ্গে  তিনি বলেন, ‘ভারতীয়  টেনিসের দীর্ঘ ঐতিহ্য রয়েছে৷ একটা বিরাট  সংখ্যক  প্লেয়ার রয়েছে৷  কিন্তু সমস্যা হল, শেষ তিন দশকে ভারত থেকে কোনও  বিশ্বমানের সিঙ্গলস প্লেয়ার  উঠে আসেনি৷ পেজ,ভূপতি, সাইনা  ডাবলস্ স্পেশালিষ্ট৷ সেদিক থেকে ভারতের  বিশ্বমানের ডাবলস প্লেয়ার  একের পর এক  উঠে এসেছে৷ কিন্তু টেনিস ঐতিহ্যের পর্যলোচনা  করলে ভারত থেকে বিশ্বমানের  সিঙ্গলস প্লেয়ার উঠে আসা উচিত  সানিয়া, লিয়েণ্ডারদের৷ জার্র্মনি ও ফ্রান্সের  টেনিস  প্রশাসনে প্রাক্তন প্লেয়াররা রয়েছেন৷ ভারতেও তেমন কিছু ভাবা উচিত৷ লরিয়াস ওয়ার্ল্ড পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে এই কথা বলেন বরিস বেকার৷ বরিস বেকার মনে করেন, রজার ফেডেরারের ২০টি গ্র্যাণ্ডস্ল্যাম জয়ের রেকর্ড আগামী দু’বছরে  ছঁুয়ে  ফেলা উচিত ফর্মে থাকা নোভাক ডকোভিচের ৷ ছ’টি  গ্র্যাণ্ডস্ল্যাম জয়ী সর্বকালের অন্যতম সেরা জার্র্মনির  এই তারকা বলেন, মনে রাখবেন, ডকোভিচের  বয়স ৩১৷ ফেডেরার ৩৭৷ নাদালের (৩২) থেকে বয়সে ছোট নাভাক৷ ফেডেরার এই বয়সেও অষ্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে খেলেছে৷ কিন্তু তুলনায়  বয়স কম থাকায়  ডকোভিচ নয়া রেকর্ড গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশী৷ শেষ তিনটি গ্র্যাণ্ডস্ল্যাম জিতেছে৷ তার নেপথ্যে আমারও কিছুটা অবদান রয়েছে৷ কারণ  ওই সময়ে আমি ডকোভিচের কোচ ছিলাম৷’

তবে সুইস কিংবদন্তী রজার ফেডেরারকে কুর্ণিশ জানিয়েছেন  বরিস বেকার৷ তিনি বলেন, ‘রজার ফেডেরারকে কুর্ণিশ  জানিয়েছেন বরিস বেকার৷ তিনি বলেন ‘রজার ফেডেরারের কাছে কোনও  কিছুই  অসম্ভব নয়৷ ফিটনেসের তুঙ্গে রয়েছে৷ যতদিন  ও এটা ধরে রাখতে  পারবে ততদিন সার্কিটে  খেলে যাবে৷ ফেডেরারের বিরুদ্ধে বাজি ধরাই বোকামি৷ ৩৭ বয়সেও ফেডেক্স টেনিস কোর্টে সবচেয়ে  বিপজ্জনক প্লেয়ার৷ গ্রাস কোর্টে  ফেডেরারের  থেকে কেউ এগিয়ে  নেই৷  আমার দেখা সেরা উইম্বলডন চ্যাম্পিয়নের নাম রজার ফেডেরার৷ এখন বিশ্ব টেনিস যুগ ফেডেরার-নাদাল-ডকোভিচকে ঘিরে আবর্ত্তিত৷