সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে ভোট প্রচারে এক সন্ত বলেছিলেন ৫৪ টাকা পেট্রল চাও, না ৩৪ টাকায়? ৩৪ টাকায় পেট্রল চাও তো বিজেপিকে ভোট দাও৷ তারপর পাঁচ বছর পার করে দ্বিতীয়বার ক্ষমতায় বসেছে বিজেপি৷ কিন্তু ৫৪টাকার পেট্রল আর ৩৪ টাকায় কখনও নামেনি৷ এখন তো ৫৪ পার করে তার দ্বিগুণ দাম হতে চলেছে৷ কলকাতা শহরে পেট্রল প্রতি লিটার ৮৮ টাকার আসে পাশে---৮৭.৬৯টাকা৷ ডিজেলের দামও ৮০ পার করে কলকাতায় প্রতিলিটারের দাম ৮০.০৮ টাকা দেশের কোথাও কোথাও পেট্রল প্রতি লিটার ১০০ টাকায় ছুঁয়েছে৷