পঞ্চায়েত বোর্ড তৈরীকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে অগাষ্ট পঞ্চায়েত বোর্ড তৈরীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমাবাজি ও গুলি চালনাও হয়েছে৷ দেখা যাচ্ছে জনসেবা ভাবনা ভুলে  ক্ষমতা দখলটাই সব দলগুলির মুখ্য লক্ষ্য৷ এই উদ্দেশ্যে বেশিরভাগ ক্ষেত্রে সংঘর্ষ দেখা দিচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপি’র৷ কোথায় বা তৃণমূল সিপিএম, কোথাও  বা তৃণমূল -কংগ্রেসের মধ্যে সংঘর্ষ৷ উত্তর ২৪ পরগণায় বহিস গাজি গ্রামে তৃণমূল-সিপিএম সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়৷ ২জন তৃণমূল কর্মী ও ১ জন সিপিএম কর্মী৷ এই সংঘর্ষে বোমা গুলি সবই চলতে থাকে৷ আমডাঙ্গা ব্লক পঞ্চায়েতে বোর্ড তৈরীকে কেন্দ্র করেই এই সংঘর্ষ৷

ঝাড়গ্রাম থেকে প্রাপ্ত সংবাদে জানা যায়, তৃণমূল নেতা চন্দন ষড়ঙ্গীর (৫৫) গলাকাটা দেহ রাস্তায় পাওয়া যায়৷ অভিযোগ বিজেপি’র কর্মীরা ঝাড়খণ্ড থেকে এসে চন্দনকে খুন করে গেছে৷

উত্তরদিনাজপুরে ইটাহারে তৃণমূল-বিজেপি’র মধ্যে ব্যাপক সংঘর্ষও বোমাবাজির ফলে উভয় পক্ষের ৩০ জন জখম হয়৷ ৬ জন পুলিশ ও জখম হয়৷ চোপড়াতে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে গুলি ও বোমাবাজিতে এখানে ৬ জন গুরুতরভাবে আহত হয়েছে৷