সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৭ ও ২৮শে মার্চ পোর্টব্লেয়ার ডায়োসিস লেবেল সেমিনার অনুষ্ঠিত হয় ডিগলিপুর আনন্দমার্গ স্কুলে৷ দুইদিনের এই সেমিনারে এই সেমিনারের প্রশিক্ষক ছিলেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনে সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ আলোচনার আধ্যাত্মিক বিষয় ছিল---‘সাধনা, অভিধ্যান ও কীর্ত্তন’ ও প্রকৃত গুরু কে৷ সামাজিক অর্থনৈতিক বিষয় ছিল---সভ্যতা বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি, ন্যুনতম প্রয়োজন ও সর্বাধিক সুখ-সুবিধা৷ বিষয়গুলির ওপর মূল্যবান ও তথ্য সমৃদ্ধ আলোচনায় উপস্থিত সকলে সমৃদ্ধ হয়েছেন৷ দ্বীপপুঞ্জের মার্গী ভাইবোনেরা সেমিনারে উপস্থিত ছিলেন৷