২রা সেপ্ঢেম্বর ঃ পোস্ত চাষের আইনী বৈধনা চেয়ে আমরা বাঙালী দলের পক্ষ থেকে কলকাতায় সল্টলেকে অবস্থিত কেন্দ্রীয় নারকোটিক ব্যুরোর জোনাল ডাইরেক্টরের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ, এস.পি.সিং, সুশীল জানা, তপোময় বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন৷
পরে এক সাক্ষাৎকারে শ্রী জয়ন্ত দাশ বলেন---পোস্ত বাঙলার মানুষ বিশেষ করে রাঢ় বাঙলার মানুষের কাছে উপাদেয় খাদ্য৷ পোস্তর অনেক গুণও আছে৷ রাঢ়ে প্রচণ্ড গরমের সময় পোস্ত পথ্যেরও কাজ করে৷ তাছাড়া পোস্তের একটি অর্থকরী দিকও আছে৷ ভারতেই উত্তর প্রদেশ, রাজস্থান সহ কয়েকটি রাজ্যে পোস্ত চাষের আইনী বৈধতা আছে৷ তাহলে এক দেশ, এক আইনের আওতায় থাকা পশ্চিমবঙ্গে পোস্ত চাষের আইনী বৈধতা দিতে বাধা কোথায়? তিনি বলেন---যেহ্ত্রেতু পোস্ত ফলে আফিম আছে তাই প্রশাসনের কড়া নজরদারিতে পশ্চিমবঙ্গে পোস্ত চাষ হোক যেভাবে অন্য রাজ্যগুলিতে হচ্ছে৷