প্রাচীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে গবেষনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ভারত সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ ও অর্থানুকুল্যে ভারতবর্ষে উপজাতি সম্প্রদায়ের পরম্পরা ও ঐতিহ্যগতভাবে প্রাচীনতম পদ্ধতি জড়ি-বুটি, মাটি-জল ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে আসছে৷ এই ঐতিহ্যবাহিক চিকিৎসার গৃঢ় রহস্যের উদঘাটন, লিপিবদ্ধকরণ ও গবেষণার জন্যে দিল্লী থেকে পার্থপ্রতিম সাহার  পরিচালনায় ও তত্ত্বাবধানে আকাশ দাস, পার্বতী টাম্পীসহ তিনজনের এক গবেষক টীম আনন্দনগরকে কেন্দ্র করে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের বোকারো রাঁচি জেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে গত ৮ই মে থেকে ১১ই মে,২২ পর্যন্ত গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন৷