প্রাকৃতিক গ্যাসের খোঁজে আবার হাজার হাজার ফুট গত খুঁড়ছে চিন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

হাজার হাজার ফুট গর্ত খোঁড়া আবার শুরু করেছে চিন সকলের এখন এটাই প্রশ্ণ যে কেন বার বার চিন এই কাজ করে চলেছে! কিন্তু এ প্রশ্ণের উত্তর সম্ভবত জানা গেছে৷ চিনের দক্ষিণ পূর্ব প্রদেশ সিচুয়ান প্রাকৃতিক সৌন্দর্য, মশলার জন্য খ্যাত৷ তা এর পাশাপাশি এই প্রদেশে প্রাকৃতিক গ্যাসেরও ভাণ্ডার রয়েছে বেশ কয়েকটি৷ সেই ভাণ্ডারের খোঁজেই পৃথিবীর বুকে আবার  গর্ত খোঁড়া শুরু করেছে চিন৷ সম্প্রতি চিন সরকার সমস্ত পেট্রোলিয়াম সংস্থাকে জ্বালানির ঘাটতি মেটাতে ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে শি জিনপিংয়ের দেশ৷ শিনজিয়াং প্রদেশ বিভিন্ন রকম খনিজ পদার্থ ও খনিজ তেলে সমৃদ্ধ৷ তাই এই প্রদেশকেই বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেছে জিনহুয়া৷