প্রাক্তন আর্থিক উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য জি.এস.টি ব্যবস্থা গরীবের নাভিশ্বাস তুলছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০১৭ সালের ১লা জুলাই মধ্যরাতে জি.এস.টি (গুডস্‌ অ্যাণ্ড সার্ভিসেস ট্যাক্স) চালু করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন কর কাঠামো সরলীকরণ করতেই জি.এস.টি চালু হলো৷ শুরু থেকেই অবশ্য তড়িঘড়ি জি.এস.টি চালু করা নিয়ে বণিক মহলের এক অংশ ও বিরোধী দলগুলি সমালোচনা করেছিলেন৷ জি.এস.টি নিয়ে বিতর্ক চলছেই বিভিন্ন স্তরে করের হার নিয়ে৷ তাছাড়া পশ্চিমবঙ্গের মতো বিরোধী দলের সরকারের বঞ্চনার অভিযোগও আছে৷ এরই মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পপকর্ণের উপর জি.এস.টি চালু নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষনা করেছেন নোনতা পপকর্ণে পাঁচ শতাংশ, প্যাকেট ও লেবেলিং করা পপকর্ণে বার শতাংশ ও ক্যারামেল পপকর্ণে আঠার শতাংশ জি.এস.টি বসাতে চান৷

অর্থমন্ত্রীর এই ঘোষণায় বিরোধী দল ও বনীক মহলের একাংশ ক্ষুব্ধ৷ কিন্তু মোদি জমানার প্রাক্তন আর্থিক উপদেষ্টা ও জি.এস.টি চালু করার অন্যতম কাণ্ডারী অরবিন্দ সুব্রহ্মন্যম পপকর্ণের উপর জি.এস.টি চালুর তীব্র প্রতিবাদ করে বিস্ফোরক মন্তব্য করেন৷ তিনি এই কর ব্যবস্থাকে জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেন৷ ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অরবিন্দ সুব্রহ্মন্যম৷ তাই তাঁর হাত ধরেই জি.এস.টি চালু হয়৷ তিনি বলেন কর কাঠামো সরলীকরণের জন্যেই জি.এস.টি চালু হয়েছিল৷ কিন্তু মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জি.এস.টির বোঝা চাপিয়ে জি.এস.টি ব্যবস্থার উদ্দেশ্যটাই ব্যর্থ করে দেওয়া হচ্ছে৷ সরলীকরণের পরিবর্তে তা আরও জটিলতার দিকে যাচ্ছে৷ সুব্রহ্মণ্যমের মন্তব্য জটিলতায় ব্যুরোক্র্যাটদের আনন্দ সাধারণ মানুষের দুঃস্বপ্ণ৷