২০১৭ সালের ১লা জুলাই মধ্যরাতে জি.এস.টি (গুডস্ অ্যাণ্ড সার্ভিসেস ট্যাক্স) চালু করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন কর কাঠামো সরলীকরণ করতেই জি.এস.টি চালু হলো৷ শুরু থেকেই অবশ্য তড়িঘড়ি জি.এস.টি চালু করা নিয়ে বণিক মহলের এক অংশ ও বিরোধী দলগুলি সমালোচনা করেছিলেন৷ জি.এস.টি নিয়ে বিতর্ক চলছেই বিভিন্ন স্তরে করের হার নিয়ে৷ তাছাড়া পশ্চিমবঙ্গের মতো বিরোধী দলের সরকারের বঞ্চনার অভিযোগও আছে৷ এরই মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে পপকর্ণের উপর জি.এস.টি চালু নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষনা করেছেন নোনতা পপকর্ণে পাঁচ শতাংশ, প্যাকেট ও লেবেলিং করা পপকর্ণে বার শতাংশ ও ক্যারামেল পপকর্ণে আঠার শতাংশ জি.এস.টি বসাতে চান৷
অর্থমন্ত্রীর এই ঘোষণায় বিরোধী দল ও বনীক মহলের একাংশ ক্ষুব্ধ৷ কিন্তু মোদি জমানার প্রাক্তন আর্থিক উপদেষ্টা ও জি.এস.টি চালু করার অন্যতম কাণ্ডারী অরবিন্দ সুব্রহ্মন্যম পপকর্ণের উপর জি.এস.টি চালুর তীব্র প্রতিবাদ করে বিস্ফোরক মন্তব্য করেন৷ তিনি এই কর ব্যবস্থাকে জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেন৷ ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অরবিন্দ সুব্রহ্মন্যম৷ তাই তাঁর হাত ধরেই জি.এস.টি চালু হয়৷ তিনি বলেন কর কাঠামো সরলীকরণের জন্যেই জি.এস.টি চালু হয়েছিল৷ কিন্তু মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জি.এস.টির বোঝা চাপিয়ে জি.এস.টি ব্যবস্থার উদ্দেশ্যটাই ব্যর্থ করে দেওয়া হচ্ছে৷ সরলীকরণের পরিবর্তে তা আরও জটিলতার দিকে যাচ্ছে৷ সুব্রহ্মণ্যমের মন্তব্য জটিলতায় ব্যুরোক্র্যাটদের আনন্দ সাধারণ মানুষের দুঃস্বপ্ণ৷