প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ শ্রীরামপুরে এক আলোচনায় বলেন---দলতান্ত্রিক রাজনীতি ও ধনতান্ত্রিক অর্থনীতি মানব সভ্যতা ও মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে৷ শ্রী খাঁ বলেন--- কমিউনিজম তথা জড়বাদ ও ব্যষ্টিকেন্দ্রিক পুঁজিবাদ কখনও মানুষের সর্বাত্মক বিকাশের সহায়ক হতে পারে না৷
এই দুয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে মানুষের সমাজ ও সভ্যতা আজ বিপন্ন৷ পুঁজিবাদের সীমাহীন শোষণ ও জড়বাদী হিংস্র রাজনীতি মানব সভ্যতা ও সমাজের এই বিপন্নতার জন্যে দায়ী৷
শ্রী খাঁ বলেন--- প্রাউটের মতে সামাজিক আদর্শ তথা ব্যবস্থাগুলি মানুষের সর্বাত্মক বিকাশের কথা ভেবেই তৈরী করতে হয়৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী যিনি লৌকিক জগতে শ্রীপ্রভাতরঞ্জন সরকার নামে পরিচিত তিনি মানবসভ্যতা ও মানুষের অস্তিত্ব রক্ষার জন্যে দিয়েছেন এক সর্বানুসূ্যত জীবন দর্শন৷ তাঁর দর্শনে যেমন জগৎও জীবন সম্পর্কে সুস্পষ্ট আলোচনা করেছেন, মানব জীবনের পরমলক্ষ্য দিব্যজীবনে প্রতিষ্ঠিত হওয়ার যুক্তি ও বিজ্ঞান নির্ভর সুস্পষ্ট পথ নির্দেশনা দিয়েছেন, সেই সঙ্গে মানুষের ভৌতিক তথা জাগতিক অস্তিত্ব রক্ষার জন্যে দিয়েছেন বাস্তবসম্মত ও প্রয়োগ ভৌমিক সামাজিক অর্থনৈতিক তত্ত্ব৷ তাঁর অর্থনৈতিকতত্ত্ব একটি স্বয়ংসম্পূর্ণ ও প্রয়োগ ভৌমিক বিজ্ঞান যা বিশ্বের সর্বস্তরের মানুষ সর্বজীবের তথা সর্ব অস্তিত্বের সার্বিক বিকাশ ঘটাতে সক্ষম প্রাউট৷ প্রাউট সারা বিশ্বজুড়ে স্বয়ংসম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে প্রতিটি মানুষের কাছে আর্থিক নীতির সুফল পৌঁছে দিতে চায়৷ যা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্তিত সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক দর্শন সারা বিশ্বে আনন্দমার্গ দর্শনরূপে পরিচিত৷ এই দর্শনকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ও বাস্তবের মাটিতে প্রয়োগ করতেই প্রতিষ্ঠা করেছেন আনন্দমার্গ প্রচারক সংঘ৷ আজ পুঁজিবাদী শোষণ, রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদগত সংঘর্ষ মানুষের সভ্যতা ও অস্তিত্বকে ধবংস করতে হলে আনন্দমার্গ ছাড়া দ্বিতীয় কোন পথ নেই৷ শ্রী খাঁ বলেন---আগামী ২৩শে মে প্রাউট প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকারের আবির্ভাব তিথিতে প্রাউটিষ্টরা শপথ নেবেন এই পৃথিবীকে সর্বপ্রকার গ্লাণি ও শোষণ থেকে মুক্ত করে মানুস ও সর্বজীবের বসবাসযোগ্য আদর্শ সমাজ গড়ার৷