গত ১২ই মে থেকে ১৬ই মে পর্যন্ত হুগলী জেলার চাঁপাডাঙ্গায় প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের প্রাউট প্রশিক্ষণ শিবির (ইয়ূ.টি.সি) অনুষ্ঠিত হল৷ শতাধিক প্রাউটিষ্ট কর্মী এই শিবিরে যোগদান করেন৷ ধনতন্ত্রের গভীর সংকট ও মার্কসবাদের চরম ব্যর্থতার পরিপ্রেক্ষিতে আজ আমাদের দেশেই শুধু নয়, সমগ্র মানবসমাজের সামনে সামাজিক–র্অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যার পাহাড় জমেছে, এই সমস্ত সমস্যার একমাত্র সমাধান রয়েছে মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রাউট দর্শনে৷ সমাজের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে যুক্তি ও তথ্য সহকারে শিবিরের বিভিন্ন প্রশিক্ষক ব্যাখ্যা করে তা বুঝিয়ে বলেন৷
এই প্রাউট প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক রূপে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারাল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য তন্ময়ানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত, শ্রী ভাস্কর জানা, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত (চীফ সেক্রেটারী) প্রমুখ৷
ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট ষ্টুডেন্টস ফেডারেশন (ইয়ূপিএসএফ), ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট ইয়ূথ ফেডারেশন (ইয়ূপিওয়াই এফ), ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট ফারমার্স ফেডারেশন (ইয়ূপিএফএফ), ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট লেবার ফেডারেশন (ইয়ূপি.এফ.এফ), ইয়ূনিবার্স্যাল প্রাউটিষ্ট ইনন্টেলেকচুয়্যাল ফেডারেশন (ইয়ূপিআইএফ) ও গার্লস প্রাউটিষ্ট (জিপি)–এর কর্মীরাও এই শিবিরে যোগদান করেছিলেন৷ শিবিরে প্রাউটের তাত্ত্বিক ট্রেনিং ছাড়াও বিভিন্ন সাংঘটনিক কর্মপদ্ধতি ও কর্মসূচী নিয়েও আলোচনা হয়৷ প্রাউট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক বত্তৃণতা, বিতর্ক (ডিবেট), ছাড়াও প্রভাত সঙ্গীত, জৈব মনস্তত্ত্ব, যোগসাধনার দ্বারা সর্বাত্মক আত্মোন্নতি প্রভৃতি বিষয়েও আলোচনা হয়৷
চাপাডাঙ্গা শহরে গত ১৫ই মে বিকেলে প্রাউটিষ্টদের এক বর্ণাঢ়্য মিছিল বেরোয়৷ প্রাউট প্রবক্তার বিভিন্ন বাণী, পি.ইয়ূর বিভিন্ন দাবী ও শ্লোগান লেখা প্ল্যাকার্ড–ফেষ্টুন, ফ্ল্যাগ সহ প্রাউটিষ্টদের এই মিছিল শহর পরিক্রমা করে৷
এই পথ পরিক্রমার শেষে চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডে একটি সভার আয়োজন করা হয়৷ উক্ত সভায় প্রাউটের ওপর বক্তব্য রাখেন শ্রীজ্যোতিবিকাশ সিন্হা, শ্রীমোহনলাল অধিকারী প্রমুখ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে সভা সংক্ষিপ্ত হয়ে যায়৷ আজ সারা বিশ্ব জুড়ে পুঁজিবাদী শোষণের ফলে সব দেশেই বেকার সমস্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ ভারতের মত দেশে দারিদ্র্য, বেকার সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে৷ এই পরিস্থিতি থেকে ভারত তথা সমগ্র বিশ্বকে বাঁচাতে পারে একমাত্র ‘প্রাউট’৷ আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বলেন–আজ সারা দেশ জুড়ে চরম নৈতিকতার সঙ্কট দেখা দিয়েছে৷ অর্থনৈতিক দুরবস্থার অন্যতম কারণ এটাই৷ তাই প্রাউটের সদ্বিপ্র নেতৃত্বের পরিচালনায় স্থানীয় জনগণের হাতে অর্থনৈতিক ক্ষমতা তুলে দিতে হবে৷ তবেই প্রতিটি মানুষ জীবনধারণের নূ্যনতম প্রয়োজন পূর্তির ক্রয়ক্ষমতা পাবে৷