প্রাউটের প্রায়োগিক পদক্ষেপ কোন সংকীর্ণতা নয়--- বিশ্বৈকতাবাদের সোপান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ ১৮ই মার্চ শ্রীরামপুরে এক আলোচনায় বলেন--- প্রাউটের সামাজিক অর্থনৈতিক অঞ্চলগুলো কোন সংকীর্ণ দৃষ্টিভঙ্গী বা প্রাদেশিক মানসিকতা থেকে গড়ে ওঠেনি৷ বরং এর বিপরীতটাই, প্রাউটের সামাজিক অর্থনৈতিক অঞ্চল ও সামাজিক অর্থনৈতিক গোষ্ঠীবদ্ধতা বিকেন্দ্রিত অর্থব্যবস্থার প্রায়োগিক পদক্ষেপ৷ বিশ্বের শোষককুল ও তাদের অর্থে পুষ্ট শাসক শ্রেণী প্রাউটের এই বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনায় আতঙ্কিত হয়ে পড়েছে৷ তাই কায়েমী স্বার্থবাদীরা প্রাউটের বিরুদ্ধে অপপ্রচার করতে নেমে পড়েছে৷

শ্রী খাঁ বলেন কেন্দ্রিত অর্থনীতির অস্বাস্থ্যকর প্রভাব থেকে শোষিত জনগণকে মুক্ত করতে প্রাউটের শ্লোগান---‘‘শোষণের অবসানে কেন্দ্রিত অর্থনীতি নিপাত যাক, বিকেন্দ্রিত অর্থব্যবস্থা চালু কর৷’’ প্রাউটের প্রয়োগ ভূমিতে অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরী হয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক অভিব্যক্তি ও অর্থনৈতিক বিকাশের দিকে লক্ষ্য রেখে৷ যাতে প্রতিটি সামাজিক অর্থনৈতিক অঞ্চলগুলো স্ব-নির্ভর হয়ে গড়ে উঠতে পারে৷ প্রতিটি সামাজিক অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরী হবে একই ধরণের অর্থনৈতিক সমস্যা ও সম্ভাবনা দেখে, জাতিগত সাদৃশ্য ও সদৃশ সাংবেদনিক উত্তরাধিকারের ভিত্তিতে৷ কারণ বর্তমান বিশ্বে শোষক শ্রেণী তার শোষণের কৌশল পাল্টেছে৷ তারা শোষনের জন্যে সমৃদ্ধশালী অঞ্চলগুলো চিহ্ণিত করে সেখানকার জনগোষ্ঠীর ভাষা-কৃষ্টির সংস্কৃতি অবদমিত করে প্রথমেই সেই অঞ্চলের জনগোষ্ঠীকে মানসিক দিক থেকে হীনমনস্ক করে দেয় যাতে তারা শোষণের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে৷ স্বাধীনতার পর ৭৭ বছর ধরে সামাজিক অর্থনৈতিক-সাংস্কৃতিক শোষণ চালিয়ে যাচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদী শোষককুল কেন্দ্রীয় সরকারের মদতে৷

শ্রী খাঁ আরও বলেন শুধু বাঙলা নয়, সারা বিশ্বের সমৃদ্ধশালী জনপদগুলোতে এইভাবে শোষন করে যাচ্ছে বিশ্বের ধনকুবেররা৷ প্রাউটের বিকেন্দ্রিত অর্থব্যবস্থা এই দানবীয় শোষন থেকে মানুষকে মুক্তি দেবে৷ তাই বিশ্বের প্রতিটি শুভবুদ্ধির মানুষের উচিত প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থা বাস্তবায়িত করতে এগিয়ে আসা৷