প্রাউটের পথেই অর্থনৈতিক  স্বয়ম্ভরতা অর্জন সম্ভব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে প্রাউট সেবা দল ভবনে চলছে প্রাউট প্রশিক্ষণ শিবির৷ প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের বিভিন্ন স্তরের কর্মীরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন৷ ১৫ই ডিসেম্বর সকাল ৯টায় অতুলানন্দ ভবনে প্রভাত সঙ্গীত ও তিনঘন্টা অখণ্ড কীর্ত্তনের পর শিবিরের উদ্বোধন হয়৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের  সাধারণ সচিব আচার্য রবিশানন্দ অবধূত, সাংঘটনিক সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত, দিল্লী সেক্টরের মুখ্য সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত প্রমুখ৷ এছাড়া উপস্থিত ছিলেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত ও আরও অনেকে৷

গত ১৫ই ডিসেম্বর উদ্বোধন অনুষ্ঠানে ও মধ্যাহ্ণ ভোজনের পর অপরাহ্ণ ২-৩০ মিনিটে ক্লাস নেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তাঁর আলোচ্য বিষয় ছিল করোনা সংক্রমণ ও লক্‌ডাউনের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয়--- প্রাউটের দৃষ্টিতে স্বয়ম্ভরতা অর্জন৷

সন্ধ্যায় মিলিত সাধনার পর প্রাউটিষ্ট কর্মীদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সচিব আচার্য রবিশানন্দ অবধূত৷ ১৬ই ডিসেম্বর সকাল ৯-৩০ মিনিটে আচার্য রবিশানন্দ অবধূতের আলোচনার বিষয় ছিল বঞ্চিত ও অবদমিত মানবতার উজ্জ্বল ভবিষ্যৎ৷ ১৭ই ডিসেম্বর আচার্য রবিশানন্দ অবধূত আলোচনা করেন---মানবজীবনের  গুরুত্বপূর্ণ সম্পদ হ’ল ব্রহ্ম সম্প্রাপ্তি ও ১৯শে ডিসেম্বর প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিবসে আলোচনা করবেন  সমাজের প্রতি প্রাউটিষ্টদের অঙ্গীকার৷

পাঁচদিন ব্যাপি এই প্রশিক্ষণ শিবিরে কর্ষকস্বার্থ বিরোধী কেন্দ্রের কৃষি আইন ও প্রাউটের  আলোকে নূতন দিশা আলোচনা করবেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ আচার্য মোহনানন্দ অবধূত আলোচনা করবেন সমাজ আন্দোলন বিষয়ে৷ এছাড়া শিবিরে প্রাউটের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত প্রমুখ৷ সমাপ্তি দিবসে কৃষি আইন বিষয়ে বিতর্কমূলক আলোচনায় অংশগ্রহণ করবেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কর্মীরা৷

পাঁচদিনের এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন দিল্লী সেক্টরের মুখ্যসচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত৷ তাঁকে  সাহায্য করেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, আচার্য শুভদীপানন্দ অবধূত, আচার্য জপকৃষ্ণানন্দ অবধূত প্রমুখ৷

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---এই শিবির থেকে আমরা আগামী ছয়মাসের কর্মসূচী ঠিক করব প্রাউটের  বার্র্ত মানুষের কাছে পৌঁছে দিতে৷ আজ কাল কেউ কেউ আত্মনির্ভরতার কথা বলছেন, কিন্তু চলছেন বিপরীত পথে৷ পুঁজিবাদ নির্ভর কেন্দ্রিত অর্থনীতি ও কৃষি বাজার কর্র্পেরেটের হাতে তুলে দিয়ে  আত্মনির্ভরতার পথ খোঁজা ছুঁচের ছিদ্রপথে হাতির গলে যাওয়ার মত ব্যাপার৷ তিনি বলেন একমাত্র প্রাউটের পথে কৃসি ও শিল্পের সমন্বয়ে সমবায়ের  মাধ্যমে বিকেন্দ্রিত ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা করে প্রতিটি মানুষের  হাতে ক্রয়ক্ষমতা তুলে দিতে হবে৷ তখনই সম্ভব স্বয়ম্ভরতা অর্জন৷ অন্যকোন বিকল্প পথ নেই৷