প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের উদ্যোগে প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই ডিসেম্বর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রাউট-প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ মেদিনীপুরে কেরানীটোলায় অবস্থিত আনন্দমার্গ সুকলে আয়োজিত প্রাউট-প্রশিক্ষণ শিবিরে সারা রাজ্য থেকে ও পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, অসম ও ত্রিপুরা থেকে বহু ছাত্র-যুবা ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন৷

 এই প্রাউট প্রশিক্ষণ শিবিরে আচার্য ধ্যানেশানন্দ অবধূত ‘বেকার সমস্যা ও প্রাউটের মাধ্যমে তার সমাধানে’র ওপর ক্লাস নেন৷ আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূতের আলোচ্য বিষয় ছিল--- প্রাউট বিশ্বৈকতাবাদের প্রতিষ্ঠা চায়, আর বাঙালীস্তানের মাধ্যমে বিশ্বৈকতাবাদের প্রতিষ্ঠা সম্ভব৷ আচার্য মন্ত্রেশ্বরানন্দজী ‘প্রাউটের পঞ্চ মূল সিদ্ধান্তে’র ওপর বক্তব্য রাখেন৷

এছাড়া আচার্য রবীশানন্দ অবধূত (প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল), আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত (চিফ সেক্রেটারী), অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা প্রমুখও প্রাউটের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন৷ শিবিরটি পরিচালনা করেন আচার্য কৃষ্ণ স্বরূপানন্দ অবধূত৷