প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের উদ্যোগে প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই মে থেকে ২১শে মে পুরুলিয়া শ্যাম ধর্মশালায় প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের দিল্লি সেক্টরের সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত জানান দিল্লি সেক্টরের বিভিন্ন প্রান্ত থেকে প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সল ছাত্র, যুব, কর্ষক, শ্রমিক বিদ্বৎসমাজ প্রভূতি শাখা সংঘটনের কর্মীরা ও গার্লস প্রাউটিষ্টের কর্মীরা এই সম্মেলনে যোগদান করেন৷ চারদিনের এই সম্মেলনে বর্তমান অর্থনৈতিক বৈষম্য ও আর্থিক সামাজিক সমস্যা ও প্রাউট অর্থনীতির প্রয়োগে তার সমাধান বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সচিব আচার্য রবীশানন্দ অবধূত আচার্য প্রসূনানন্দ অবধূত প্রমুখ প্রশিক্ষক বৃন্দ৷ প্রশিক্ষণ শিবির উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরুলিয়া শহরে বিভিন্ন পরিক্রমা করে ও বেশ কয়েকটি জায়গায় পথ সভা অনুষ্ঠিত হয়৷ পথ সভায় বর্তমান সামাজিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধানে প্রাউটের বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা।