প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের উদ্যোগে সিউড়িতে প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ১৭ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেSymposiumম্বর পর্যন্ত বীরভূমের সিউড়ী শহরের ইনডোর ষ্টেডিয়ামে প্রাউটিষ্ট ইযূনিবার্সালের  পরিচালনায়  এক প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন  করা হয়৷ পাঁচ দিন ব্যাপী এই প্রাউট-প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন রাজ্যের প্রাউট-কর্মীরা ও  শিক্ষিত  ছাত্র-যুবা মিলে প্রায় ৩০০ জন যোগদান করেছিলেন৷ তাঁদের  সামনে  প্রাউটের  অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংসৃকতিক প্রভৃতি বিভিন্ন দিক নিয়ে বিশিষ্ট প্রাউট -তাত্ত্বিকগণ বিস্তারিত আলোচনা করেন৷

১৭ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার দিল্লি সেক্টরের (ভারত) চিফ সেক্রেটারী আচার্য সত্যস্বরূপানন্দজী বলেন, বর্তমানে সমাজের সর্বস্তরে কি অর্থনৈতিক, কি রাজনৈতিক , কি সামাজিক, কি শিক্ষা-সংস্কৃতি--- সর্বক্ষেত্রেই  চরম সংকট দেখা দিয়েছে৷ পুঁজিবাদী শোষণের বেড়াজালে সমগ্র মানব সমাজ আবদ্ধ--- জর্জরিত৷ রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি---সবক্ষেত্রেই ভয়ঙ্কর পুঁজিবাদী মানসিক-অর্থনৈতিক শোষণ চলছে৷ এই শোষণ থেকে মুক্তির  একমাত্র পথ প্রাউট৷ আসুন, এই প্রাউটকে ভালভাবে জেনে নিয়ে, প্রাউটের ব্রহ্মাস্ত্রের সাহায্যে সমাজের সমস্ত শোষণকে ধবংস করুন৷

এদিন বিকেলে শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী ও ছাত্র-যুবাদের আমন্ত্রণ করে এক প্রাউট সিম্পোসিয়ামে  প্রাউটের বিভিন্ন দিকের ওপর বক্তব্য রাখেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, বিশিষ্ট প্রাউট-তাত্ত্বিক আচার্য তন্ময়ানন্দ অবধূত, ডঃ ভাস্কর জেনা, আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত প্রমুখ৷

এরপর ১৮,১৯ ও ২১ তারিখে ডাঃ ভাস্কর  জেনা, শ্যাম বং, আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত,  আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য তন্ময়ানন্দ অবধূত প্রমুখ প্রাউটের বিভিন্ন দিকের ওপরে ক্লাস নেন৷

২০ শে  ডিসেম্বর বিকেলে প্রাউটিষ্টদের এক বর্ণাঢ্য মিছিল সিউড়ি শহর পরিক্রমা করে৷ এরRally  পর বাসষ্ট্যান্ডে এক জনসভার আয়োজন করা হয়৷ এই জনসভায় স্বাগত ভাষণ দেন এই জেলার  প্রাউট-ভুক্তি প্রধান  সুশান্ত ঘোষ৷ এরপর বক্তব্য রাখেন আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷ তিনি ‘কেন প্রাউট’--- এই বিষয়ের ওপর বক্তব্য রাখেন৷ অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা নারীর মর্র্যদা প্রতিষ্ঠায় প্রাউটের নীতির ওপর আলোকপাত করেন৷ আচার্য প্রসূনানন্দ অবধূত  প্রাউটের  অর্থনৈতিক গণতন্ত্রের বাস্তবায়নের মাধ্যমে আজকের  দেশের  দারিদ্র্য ও বেকার সমস্যার সমাধান কীভাবে করা যাবে--- সে বিষয়ে আলোচনা করেন৷ জনসভায় সভাপতি ছিলেন শ্রী কেশব সিন্হা (ভুক্তি প্রধান) মহাশয়৷

প্রাউটের জনসভায় বক্তাদের বক্তব্য জনসাধারণের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করে৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও  পরিচালনায় মুখ্য ভূমিকায় ছিলেন পি.য়ূ-র চিফ সেক্রেটারী আচার্য সত্যস্বরূপানন্দ  অবধূত৷ তাঁকে সহযোগিতা করেন  আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য সৌম্যশুভানন্দ অবধূত , সোমনাথ দত্ত ও অন্যান্য স্থানীয় প্রাউটিষ্টগণ৷