গত ৮ই মে থেকে ১৪ই মে শিলিগুড়িতে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের উদ্যোগে সাতদিন ব্যাপী নিবিড় প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শত শিক্ষিত যুবক ও ছাত্রগণ যোগ দেয়৷ অনুষ্ঠান শুরু হয় ৮ই মে সকাল ৯টা থেকে৷ তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা ও গুরুবন্দনা হয়৷ এরপরে শুরু হয় প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল ও প্রাউট প্রশিক্ষক আচার্য রবীশানন্দ অবধূত, প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের গ্লোবাল অর্গানাইজিং সেক্রেটারী প্রাউট প্রশিক্ষক আচার্য প্রসূনানন্দ অবধূত, গার্লস প্রাউটিষ্টের প্রধানা অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ শিবির ইনচার্য আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত, দার্জিলিংয়ের ভুক্তিপ্রধান দীপা শিঠ প্রমুখ৷ সর্বপ্রথমে প্রাউট প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জনের প্রতিকৃতিতে প্রশিক্ষকগণের মাল্যদান ও পরে প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত৷ এরপর প্রাউটের সমাজচেতনামূলক প্রভাতসঙ্গীত সমবেতভাবে পরিবেশন করেন প্রাক্ষটিষ্ট ইয়ূনিবার্সালের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘আনন্দম্’৷ প্রশিক্ষকগণ এরপর প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব সম্বন্ধে প্রত্যেকে বক্তব্য রাখেন৷ বিকেলে শুরু হয় প্রথম ক্লাস---বিষয়---মানব জীবনের লক্ষ্য ও কর্তব্য৷ প্রশিক্ষক আচার্য রবীশানন্দ অবধূত৷ তিনি আরও যেসব বিষয়ের ওপর ক্লাস নেন সেগুলি হ’ল---‘আদর্শ মানব সমাজের রূপরেখা ও দায়বদ্ধতা’, পূর্ণাঙ্গ জীবনাদর্শ, প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতি’, পুঁজিবাদ, মার্কসবাদ ও প্রাউটের তুলনামূলক আলোচনা, ‘ত্রিস্তরীয় শোষণ ও প্রাউটের সমাধান, আঞ্চলিক শ্রীবৃদ্ধির পথ ধরে বিশ্বৈকতাবাদ প্রভৃতি৷
আচার্য প্রসূনানন্দ অবধূতের ক্লাসের বিষয় ছিল ঃ ‘‘যোগ, স্বাস্থ্য ও সার্বিক বিকাশ’’৷ আধ্যাত্মিক সাধনায় যম নিয়ম ও ষোড়শ বিধির গুরুত্ব, প্রাউট অর্থনীতির দিগন্ত, প্রাউটের পঞ্চমূল সিদ্ধান্ত প্রভৃতি৷ মানব জীবনে প্রকৃত গুরুত্ব ভূমিকা---এই বিষয়ের ওপর ক্লাস নেন অধ্যাপক ডঃ নবীন জানা৷ আচার্য অমৃতবোধানন্দ অবধূতের ক্লাসের বিষয় ছিল ‘‘আনন্দমার্গের অষ্টাঙ্গিক যোগ সাধনা৷’’ এছাড়াও ক্লাস নেন আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত ও আচার্য জপকৃষ্ণানন্দ অবধূত৷ এছাড়া প্রশিক্ষণ শিবিরের অন্যান্য আকর্ষণ ছিল---‘তাৎক্ষণিক বক্তব্য’ ও নিয়মিত যোগাসন, কৌশিক ও তাণ্ডব নৃত্যের অনুশীলন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷ ১৪ই মে সকালে ভবিষ্যতের সাংঘটনিক কর্মসূচী দেওয়ার পর দুপুরে সমাপ্তি অনুষ্ঠান হয়৷ বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাউট ইয়ূনিবার্সালের প্রতিনিধিরা গত সাত দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন৷ এরপর পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়৷ ‘এ গান থামিবে না’---প্রাউটের এই গানটি সবাই দাঁড়িয়ে গাইলেন৷ সবশেষে সাত দিন ব্যাপী প্রাউট প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করেন ক্যাম্প ইন-চার্জ আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত৷