প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ গত ২২শে জুন শ্রীরামপুরে এক আলোচনায় চার বছরের চুক্তিতে সেনা নিয়োগের বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে বলেন---পুঁজিবাদী শাসন ব্যবস্থার অঙ্গ এই আন্দোলন আন্দোলন খেলা৷ এই আন্দোলনের শেষ পরিণতি কিছু প্রাণহাণি ও রাষ্ট্রের সম্পদ হানি৷ ফ্যাসিষ্ট শোষক ও তাদের তাঁবেদার রাজনৈতিক দলগুলো জনগণকে প্রকৃত আন্দোলন থেকে দূরে রাখতে এই সব আন্দোলনের উৎস তৈরী করে৷ কয়েকদিন আগে কেন্দ্রীয় শাসকদলে এক নেত্রীর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য নিয়ে দেশে ও দেশের বাইরে আন্দোলনের ঝড় বয়ে গেল৷ ট্রেন বাস পুড়লো৷ সেই আন্দোলনের রেশ থামার আগেই সরকার সেনাবাহিনীতে চার বছরের চুক্তিতে নিয়োগের কথা ঘোষণা করে বসলেন৷ শুরু হলো দেশজুড়ে আর এক আন্দোলন, সেই ট্রেন বাস পুড়লো৷ অর্থাৎ আন্দোলনের উৎস আলাদা আলাদা হলেও ধারা একই---অবরোধ, প্রাণহানি সম্পদহানি৷ শ্রী খাঁ বলেন---আন্দোলন তো সেইদিন হওয়া উচিত ছিল---যখন ২০২০ সালে অক্সফাম ইণ্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল দেশের ৬৩ জন মানুষের হাতে সেই সম্পদ আছে যা দেশের ৯১ কোটি মানুষের হাতে যে সম্পদ আছে তার চারগুন বেশী৷ অর্থনৈতিক বৈষম্য কোথায় পৌঁচেছে একবার ভেবে দেখুন৷ অথচ এসব নিয়ে আন্দোলনের কথা নেতারা বলেন না৷ শোষণ ও শোষকের বিরুদ্ধে যাতে কোন আন্দোলন না হয় তাই এই সব আন্দোলন আন্দোলন খেলা৷
শ্রী খাঁ বলেন---রাজনৈতিক নেতারা শোষকের তাঁবেদার হয়ে গেছে৷ তাই আর্থিক পরিস্থিতি নিয়ে তাদের মাথা ব্যাথা নেই৷ এই সময় প্রাউটিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ প্রথমত জনগণকে সচেতন করে তুলতে হবে শোষণ ও শোষকের হালচাল বিষয়ে৷ দ্বিতীয়ত প্রাউট অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য সমাজ আন্দোলন৷ সমাজের সব শ্রেণীর মানুষকে এই সমাজ আন্দোলনে সামিল করতে হবে৷ সমাজ আন্দোলনের মাধ্যমে পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়ে প্রাউটের দৃষ্টিকোণ থেকে বিকেন্দ্রিত অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে৷ ভারতবর্ষ ৪৪টি জনগোষ্ঠীর দেশ৷ প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা কৃষ্টি সংস্কৃতি আছে, আর্থিক সম্পদও আছে৷ এসবের ওপর নির্ভর করেই সমাজ অনুযায়ী অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলতে হবে৷ তবেই ধন বৈষম্য দূর হবে মানুষ সুস্থভাবে বেঁচে থাকার রসদ পাবে৷ স্বাধীনতার ৭৫ বছরেও রাজনৈতিক দলের নেতারা ও অর্থনীতিবিদরা সাধারণ মানুষের সুখ-স্বাচ্ছ্যন্দের বিষয়ে কোন চিন্তাই করেননি৷ পুঁজিবাদের স্বার্থরক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের সর্বনাশ করেছে৷ তিনি দেশের অর্থনীতিবিদদের প্রাউট সম্পর্কে অবগত হওয়া ও তার বাস্তবায়নের জন্যে উদ্যোগ নিতে আহ্বান জানান৷