প্রাউটিষ্টদের ত্রাণ বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর সংলগ্ণ ডামরঘুটু গ্রামকে মডেল ভিলেজ করার কর্মসূচী নিয়েছে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল৷ সেই পরিপ্রেক্ষিতে গ্রামে ফ্রি কোচিং সেন্টার, টেলারিং প্রশিক্ষণ কেন্দ্র প্রভৃতি উন্নয়নমূলক কর্মসূচী নিয়েছে৷ গত ৯ই নভেম্বর প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় বিভাগের কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রাদের হাতে নারকোল তেল ও ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়৷ এছাড়া বিভিন্ন গ্রুপে ভাগ করে বেশকিছু ছেলেমেয়েকে আর্থিক দিক দিয়ে স্বনির্ভর করতে টেলারিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ প্রাউটের অর্থনৈতিক পরিকল্পনায় আদর্শ গ্রাম গড়ে তুলতে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের পক্ষ থেকে আরও অনেক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে৷