বিগত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি পাতের কারণে মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছিল লাল সতর্কতা৷ বিভিন্ন এলাকায় হড়পা বান ও ভূমিধসের সতর্কতাও জারি করেছিল মৌসম ভবন৷ হিমাচলের বৃষ্টিতে এখনও পর্যন্ত বহু জনের মৃত্যু হয়েছে৷ ভেসে গেছে গাড়ি, রাস্তা, সেতু, দোকানপাট৷ জলমগ্ণ হয়েছে চাষের জমি৷ অবরুদ্ধ হয়ে পড়েছে বহু রাস্তা৷
হিমাচলে ভারী বর্ষণের কারণে প্রায় সব জেলা ক্ষতির মুখে পড়েছে৷ হড়পা বানে ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা৷ হড়পা বানের তোড়ে ভেঙে গিয়েছে মান্ডির পঞ্চবক্তা সেতু৷ মান্ডির অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার জানিয়েছেন, বিতস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণেই ঐতিহ্যবাহী এই সেতুটি ভেসে গিয়েছে৷ অন্যদিকে, ইরাবতী নদীর স্রোতে চাম্বার বাকান সেতুও ভেঙে পড়েছে৷ বৃষ্টিতে ভূমিধসের কারণে হিমাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছিল৷ কুমায়ুন হিমালয়ে অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসে টনকপুর-পিথোরাগড় রুটের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল৷ প্রশাসনের তরফে ইতিমধ্যেই ৯ নম্বর জাতীয় সড়ক পরিষ্কারের কাজ করা হয়েছে৷ প্রশাসনের সঙ্গে হাত লাগিয়েছেন রাস্তায় আটকে পড়া যাত্রীরাও৷