প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ধর্মমহাসম্মেলনে তিন দিন ধরে আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘রাওয়া’র শিল্পীরা প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, গীতি আলেখ্য, গীতিনাট্য প্রভৃতি পরিবেশন করে ধর্মমহাসম্মেলন প্যাণ্ডেলটিতে এক স্বর্গীয় আনন্দময় পরিবেশ রচনা করেন৷

প্রথম দিন সন্ধ্যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত নাটক ‘খ্যাটনদাসের মর্মবাণী’ পরিবেশন৷ এই নাটকটি পরিবেশন করে আনন্দমার্গ শিশুসদন ও আনন্দমার্গ প্রাইমারী স্কুলের ছাত্ররা৷ এদের প্রশিক্ষণ দিয়েছিলেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ তাঁর মঞ্চসজ্জাও সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে৷ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নাটক ‘কাঠুরিয়ার গল্প’৷ রচনা ও নৃত্য নির্দেশনা গার্গী বিশ্বাস৷ পরিবেশনায় ‘রাওয়া’র টাটানগর শাখা৷

তৃতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল নৃত্য, গীতি আলেখ্য ‘সবাইকে নিয়ে এগিয়ে চলো’৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে এই নৃত্য-গীতি-আলেখ্যটি রচনা করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ পরিবেশনায় কোলকাতা নিখিল ভারত সঙ্গীত একাডেমীর কলা-কুশলীরা৷ তৃতীয় দিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রভাত সঙ্গীত অবলম্বনে ‘মুশাফির’ গীতিনাট্য৷ রচনা--- আচার্য হরাত্মানন্দ অবধূত৷ পরিবেশনায় নিখিল ভারত সঙ্গীত একাডেমীর শিল্পীরা৷

এছাড়া, এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী দীপান্বিতা দেবনাথের প্রভাত সঙ্গীত পরিবেশন৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় রাওয়া সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত৷ সহযোগিতায় আনন্দনগরের রাওয়া সেক্রেটারী আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত৷