প্রভাত সঙ্গীত দিবস উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৪ই সেপ্ঢেম্বর’২৪ আনন্দনগরে ৪২তম বার্ষিকী প্রভাত সঙ্গীত দিবসে আনন্দমার্গ হাইস্কুলে হোষ্টেলর ছাত্র ও শিক্ষকগণ প্রথমে ঈশ্বর প্রণিধান শেষে প্রভাত সঙ্গীত পরিবেশন, প্রভাত সঙ্গীত সমাজ কল্যাণের জন্যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে ছাত্রদের মধ্যে আলোচনা করেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত ও স্কুলের শিক্ষক মনোজ কুমার সেনাপতি৷ উমা নিবাস আনন্দমার্গ গার্লস কলেজেও পালিত হয়৷