প্রভাত সঙ্গীতের ৪০বর্ষপূর্তি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রভাত সংগীতের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে টেলকো সি২ কমিউনিটি সেন্টারে রাওয়া জামশেদপুরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়৷ এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের শতাধিক প্রতিযোগী প্রভাত সঙ্গীত গায়ন, প্রভাত সঙ্গীত ভিত্তিক চিত্রাঙ্কন ও প্রভাত সঙ্গীত ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ রাওয়া (রেনেসাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এসোসিয়েশন) দেশের বিভিন্ন শহরে প্রাথমিক পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করে৷ এরপর কলকাতায় নির্ণায়ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী নির্বাচিত হয়৷ এই প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে প্রতিটি বিষয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ও সামূহিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী শিল্পীগোষ্ঠীরা আগামী ১৮ই সেপ্ঢেম্বর কলকাতায় জাতীয় পর্যায়ে নির্ণায়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷