প্রভাত সঙ্গীতের ৪০তম বর্ষপূর্ত্তি  উৎসব উপলক্ষ্যে অঙ্কন, সঙ্গীত ও নৃত্যের ফাইনাল প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই সেপ্ঢেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের তিলজলাস্থিত কেন্দ্রীয় আশ্রমে প্রভাত সঙ্গীতের ৪০তম বর্ষপূর্ত্তি উৎসব উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত অবলম্বনে অংকন, সঙ্গীত ও নৃত্যের বর্ণাঢ্য ফাইনাল প্রতিযোগিতা হয়ে গেল৷ এই  প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও, ত্রিপুরা, অসম,ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বিভাগে প্রায় সাতশত প্রতিযোগী অংশগ্রহণ করে৷ সকাল ৯-৩০টার পর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘটনের সাধারণ সম্পাদক আচার্য ভবেশানন্দ অবধূত, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য প্রবীন সন্ন্যাসীবৃন্দ৷ সকাল ৮টা থেকে বিভিন্ন বিভাগের  অংকন প্রতিযোগিতা  দশটা থেকে শুরু হয়ে ও ধ্যানমন্দিরে সমবেত নৃত্য প্রতিযোগিতা ও বিভিন্ন বিভাগের একক নৃত্যের  প্রতিযোগিতা যা শেষ হয়---বিকাল ৫টায়৷ এরপর অনুষ্ঠানের শেষ পর্ব শুরু হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও প্রশংসাপত্র প্রদানের মাধ্যমে৷ সবশেষে ধন্যবাদজ্ঞাপন করেন কেন্দ্রীয় রাওয়া সেক্রেটারী আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷