প্রভাতী

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

ও–ই ঘুচেছে অন্ধকার–

ও–ই খুলেছে বদ্ধদ্বার

ভোরের আলোর আলতো চুম

কাঁপালো শরীর ভাঙলো ঘুম৷

কালো রাতের বক্ষ চিরে

আলোর ধারা ঝরুক শিরে৷

বিহঙ্গরা ছেড়েছে নীড়,

ঢেউ ভেঙেছে নদীর তীর৷

সবুজ ক্ষেতের অবুঝ হাসি,

রাখাল বাজায় খুশীর বাঁশি

পাপড়ি মেলে ফুল দুললো

মউমাছিরা উৎফুল্ল৷

পাখীর শিসে ধানের শীষে

আনন্দ আজ কার যে কিসে৷

ভোরের আলো গায়ে মেখে

ঘর থেকে সব আনছে ডেকে৷

দুষ্টু যত ছেলেমেয়ে

বন বাদাড়ে ছুটছে ধেয়ে৷

ও–ই ঘুচেছে অন্ধকার

লাগলো প্রাণে ছন্দ কার?