প্রভাতসঙ্গীতের ৪১তম বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে নৈহাটিতে সাংসৃকতিক  অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা ডিসেম্বর,২৩ রবিবার ৫.১৩ মিনিট থেকে বাংলা সংসৃকতির পীঠস্থান নৈহাটি ঐকতান মঞ্চে রাওয়া নৈহাটি ও কাঁকিনাড়া শাখার যৌথ উদ্যোগে এক মনেজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানে ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেন বিশিষ্ট শিক্ষক পার্থ প্রতিম মুখোপাধ্যায়৷ উপস্থিত ছিলেন উঃ২৪ পরগণার ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাস মহাশয়, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা৷ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ সুনন্দিতা ভৌমিক সহকারী অধ্যাপক, শিক্ষা বিভাগ,কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়৷ বিষয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারের  নব্যমানবতা ভিত্তিক শিক্ষা৷ প্রধান বক্তা ছিলেন প্রাউট মুখপত্র নোতুন পৃথিবী পত্রিকার সম্পাদক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ বিষয় সমাজের সর্বাত্মক বিকাশে শিল্পী ও সাহিত্যিকদের ভূমিকা৷ এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি আচার্য বিকাশানন্দ অবধূত৷ বিষয় সমাজ ঘটনে আনন্দমার্গের ভূমিকা কি৷ স্বাগত ভাষণ রাখেন বিশিষ্ট প্রাউটিষ্ট অরূপ মজুমদার৷উদ্বোধনী সমবেত সঙ্গীত পরিবেশন করে কাঁকিনাড়া ‘পঞ্চম’ এর শিল্পীবৃন্দ৷

পরিচালনায় প্রণব আঢ্য৷ সঙ্গীত পরিবেশন করেন দুরদর্শন (আকাশ৮) সঙ্গীত শিল্পী শুভ্রাংশুমুখোপাধ্যায়৷ বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভাস্কর ভট্টাচার্য৷  নৃত্য পরিবেশন করেন সপ্তমিতা দাশ, ছন্দশ্রী নৃত্য শিক্ষা কেন্দ্রের নৃত্য শিল্পীবৃন্দ ও নৈহাটি আনন্দমার্গ সুকলের ছাত্রাবৃন্দ৷ পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান  সমাপ্তি ঘোষণা করেন সভাপতি পার্থপ্রতিম মুখোপাধ্যায়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী বিপ্লব পাল৷