সংবাদদাতা
পি.এন.এ.
সময়
সারা রাজ্যজুড়ে দূষণের মাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ দূষণ নিয়ন্ত্রণে আনতে অবৈধ অটোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পরিবহণ দফতর৷ কলকাতা তথা রাজ্য জুড়ে ঠিক কত সংখ্যক বেআইনি অটো চলছে তা যেমন সহজে জানতে পারবেন পরিবহন দফতরের কর্তারা, তেমনই সেই সব অটোর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিতে পারবেন তাঁরা৷ শনিবার এক সরকারি অনুষ্ঠাানে এই সমীক্ষা শুরুর কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ শুধু বেআইনি অটোই নয়, পরিবেশ দূষণকারী কোনও গাড়িই পশ্চিমবঙ্গে চালানোর পক্ষপাতী নয় পরিবহন নয় পরিবহন দফতর৷ কিন্তু একসঙ্গে সব ধরণের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়৷