তুমি কি ভুলেছ মোরে--------
বরণেও তুমি স্মরণেও তুমি
অরুণালোকের ভোরে,
শুনি তব দেখা মেলে
সবার মাঝারে,
তবু খুঁজে চলি ঘরে ও বাহিরে
দিবসরাত্রি অষ্টপ্রহরে
স্থান হতে স্থানান্তরে!
যেখানেই থাকো কর্মে রত
কাছে থাকো, নয় দূরে৷
মনে যদি থাকো মনের রাজা
বাহিরে অযথা খোঁজা,
কোথা দেবালয় সময় অপচয়
করি নিয়ত তোমার পূজা৷
তুমি কি বোঝোনা কি বলিতে চাই
না বলা মনের কথা,
পিছু পানে চাই খুঁজিয়া বেড়াই
অদম্য ব্যাকুলতা!
থেকো নাকো দূরে
মন আলোকিত করে
বসুধার সুধা ভরে’ অন্তরে,
বিহগ কুজনে অলি গুঞ্জনে
আছো সরিতার সুরে,
অনুযোগে আছো ভাবে ও অভাবে
অভিমানে হৃদয় জুড়ে৷
তোমার বলে বলিয়ান হয়ে
নিত্য কর্ম রূপায়ণ,
আমার কর্মে আমিই কর্তা
নেপথ্যে মধূসুদন!
তোমার রঙে রঞ্জিত কর
উদ্যান ফুলবন,
তোমার লীলায় অভিব্যক্ত
ভূবন, জড় ও চেতন!
এইটুকু জানি মনেপ্রাণে মানি
তুমি আছো তাই আছি,
স্রষ্টা বিহীন সৃষ্টি হলে
কিভাবে ধরায় বাঁচি!
না চাহিলেও তুমি থাকো কাছাকাছি
জড়িয়ে থাকা তব অভিরুচি,
প্রীতি-বন্ধনে ভাব-স্পন্দনে
তোমার লীলায় নাচি!
তুমি যে আমার প্রিয় সুধাসার
শিহরন জাগে মননে,
নিকটেও দূরে হৃদয় গভীরে
ধরনীর কোনে কোনে৷
ভূলোকে দ্যুলোকে অসীম পুলকে
সুরভী ছড়াও সোনালী গোলকে
লীলার ছন্দে পরমানন্দে
সৃষ্টি নাচিছে ভূবনে ,
অশ্রু-হাসিতে তমসা নাশিতে
বেঁধেছ প্রীতির বাঁধনে!
আঁধারেতে পথ দেখাও আমারে
ধ্রুবতারা হয়ে সাথে,
বুঝিলাম আমি সাথে থাকো তুমি
সমুখে যাত্রা পথে
নাইকো বিরতি নাই কোনো যতি
তুমি অগতির গতি,
ছিলে আছো সাথে থাকবে সদাই
জানাই চরণে প্রণতি৷
- Log in to post comments