প্রকৃতির রুদ্ররূপ মানুষের অপকর্মের ফল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কোলকাতায় দুমাস বৃষ্টি হয়নি৷ শেষ বৃষ্টি হয়েছিল ২৮শে ফেব্রুয়ারী৷ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে৷ চৈত্র পার হয়ে বৈশাখের অর্ধেক শেষ৷ এখনও কালবৈশাখীর মুখ দেখলো না দক্ষিণবঙ্গ৷ আবহাওয়াবিদদের মতে এই সময়ের মধ্যে ছয়-সাতটা ঝড় হয়ে যাওয়ার কথা৷  তবে শুধু বাঙলাই নয়৷ বিশ্বের বহু জায়গায় এমন অবস্থা চলছে৷ ভারতে ১২২ বছরের মধ্যে উষ্ণতম অবস্থা এবার৷  জলবায়ু বিশেষজ্ঞ পার্থসারথি মুখোপাধ্যায় বলেন ---বাতাসের স্তরে জলীয় বাষ্পের উচ্চতার ওপর বৃষ্টিপাত নির্ভর করে৷ বৃষ্টির জন্যে দরকার ১২-১৪ কিলোমিটার পুরু জলীয় বাষ্পের স্তর৷ সেখানে এখনো পর্যন্ত বাতাসে জলীয় বাষ্পের স্তর ২-৩ কিলোমিটার৷ বৃষ্টি না হওয়ার অন্যতম কারণ এটাই৷

মানুষের সীমাহীন লোভ, লালসা,জঙ্গল ধবংস, বিজ্ঞানের  প্রাকৃতিক সম্পদের অপরিণামদর্শী ব্যবহার এই তাপপ্রবাহের কারণ৷ প্রকৃতির এই রুদ্ররূপের কারণ হিসেবে লণ্ডন ইম্পিরিয়াল কলেজের দুই গবেষকের বিশ্লেষণ---মানুষের অবিবেচক কার্যকলাপের ফলে প্রকৃতি ও পরিবেশের যে বিপুল ক্ষতি হয়েছে৷ পরিবেশ ও প্রকৃতির ক্ষতির ভয়াবহ প্রভাব পড়েছে ভারতে৷ সম্প্রতি এক পরিসংখ্যানে জানা যায় ভারতে প্রতিবছর ২৩ লক্ষ হেক্টর বনভূমি ধবংস হচ্ছে৷ এখনও পর্যন্ত ভারতে ২কোটি ৫০ হাজার হেক্টর অরণ্য ধবংস হয়ে গেছে৷ তারই পরিণতি এই তাপপ্রবাহ৷