প্রকৃতির তাণ্ডব, মানুষ অসহায়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ১৭ই এপ্রিল ম্ঙ্গলবার সন্ধ্যায় কলকাতা, Storm at Kolkataহাওড়া, হুগলী, দুই ২৪ পরগণায় আধ ঘণ্টার কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বাতাসের বেগ ছিল ৯৮ কি.মি. প্রতি ঘণ্টায়৷ ঝড়ের পরে রাস্তার পাশে প্রচুর গাছপালা, হোর্ডিং ইত্যাদি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়৷ কোথাও বা যাত্রী বোঝাই অটোর ওপর গাছ পড়েছে বলে খবর এসেছে৷ তার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ ঝড়ের তাণ্ডবে ১৫ জনের মৃত্যুর সংবাদ এসেছে৷ কলকাতায় মেট্রো রেলও বিপর্যস্ত হয়ে পড়ে৷

এর আগে ২০১৩ সালের ১৭ই এপ্রিল ঘণ্টায় ১১৬ কি.মি. বেগে কালবৈশাখী ঝড় প্রত্যক্ষ করা গিয়েছিল, এরপর গত পাঁচ বছর আর এমন ধরণের তাণ্ডব ঝড় হয়নি৷ ২০১২ সালের ৪ঠা এপ্রিল ঘণ্টায় ৯৬ কি.মি. বেগে ঝড় বয়েছিল৷ এ মাসের ১লা এপ্রিল ৮৫ কি.মি. বেগে ঝড় বয়ে যায়৷ এবার ঝড়ের বেগ ছিল প্রতি ঘণ্টায় ৯৮ কি.মি.৷