সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৭ই এপ্রিল ম্ঙ্গলবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণায় আধ ঘণ্টার কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বাতাসের বেগ ছিল ৯৮ কি.মি. প্রতি ঘণ্টায়৷ ঝড়ের পরে রাস্তার পাশে প্রচুর গাছপালা, হোর্ডিং ইত্যাদি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়৷ কোথাও বা যাত্রী বোঝাই অটোর ওপর গাছ পড়েছে বলে খবর এসেছে৷ তার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ ঝড়ের তাণ্ডবে ১৫ জনের মৃত্যুর সংবাদ এসেছে৷ কলকাতায় মেট্রো রেলও বিপর্যস্ত হয়ে পড়ে৷
এর আগে ২০১৩ সালের ১৭ই এপ্রিল ঘণ্টায় ১১৬ কি.মি. বেগে কালবৈশাখী ঝড় প্রত্যক্ষ করা গিয়েছিল, এরপর গত পাঁচ বছর আর এমন ধরণের তাণ্ডব ঝড় হয়নি৷ ২০১২ সালের ৪ঠা এপ্রিল ঘণ্টায় ৯৬ কি.মি. বেগে ঝড় বয়েছিল৷ এ মাসের ১লা এপ্রিল ৮৫ কি.মি. বেগে ঝড় বয়ে যায়৷ এবার ঝড়ের বেগ ছিল প্রতি ঘণ্টায় ৯৮ কি.মি.৷