পরলোকে আচার্য বিশ্বত্বরানন্দ অবধূত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২০শে ডিসেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের একনিষ্ট সর্বত্যাগী কর্মী আচার্য বিশ্বত্বরানন্দ অবধূত পরলোক গমন করেন৷ মৃত্যুর সময় তিনি মুর্শিদাবাদ জেলার লালবাগ আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ ছিলেন৷ তিনি দুর্ঘটনাবশতঃ ফুটন্ত জলে পুড়ে গুরুতর আহত হয়ে কলিকাতার হেলথ্‌ পয়েন্ট হাসপাতালে ভর্ত্তি ছিলেন তিনি গত ২০ ডিসেম্বর অপরাহ্ণ ৩টা ৪০মিনিটে তিনি পরলোক গমন করেন৷

গত ২৩শে ডিসেম্বর তিলজলা আনন্দমার্গ আশ্রমে তাঁর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়৷ স্মৃতিচারণা করেন আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য সুধাক্ষরানন্দ অবধূত আচার্য তথাগতানন্দ অবধূত প্রমুখ কেন্দ্রীয় কমিটির সদস্যগণ৷ তিনি প্রথম জীবনে আনন্দনগরে সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করতেন৷ নববই দশকের প্রথম দিকে তিনি সঙ্ঘের সর্বত্যাগী কর্মী হয়ে কাজ শুরু করেন৷ যখন  যে কাজের দায়িত্ব পেয়েছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য করে গেছেন তিনি খুবই সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করতেন৷ তাঁর মৃত্যুতে সঙ্ঘের কর্মী মহলে শোকের ছায়া নেমে আসে৷