গত ৯ই মে, কোলকাতায় সন্ধ্যা ৫টায় আনন্দমার্গের প্রবীণ সন্নাসী আচার্য হরাত্মানন্দ অবধূত হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷ তাঁর আকস্মিক মৃত্যুতে সারা বিশ্বের আনন্দমার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷ তিনি দীর্ঘদিন উত্তর অ্যামেরিকা ও দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আনন্দমার্গের আধ্যাত্মিক আর্দশ ও প্রাউটের প্রচার করেছেন৷ মার্গের কেন্দ্রিয় ধর্মপ্রচার সচিব, কার্যালয় সচিব ও গুরুকূল সচিব হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন৷ তিনি অনেক নাটক, গীতিনাট্য প্রভৃতিও রচনা করেছেন ও মঞ্চস্থ করেছেন৷ তাঁর উদ্যোগে ও সুদক্ষ পরিচালনায় পুরুলিয়ায় রাঢ় সংস্কৃতির ওপর বিভিন্ন ট্যাবলো সহযোগে অভূতপূর্ব শোভাযাত্রা, শিলিগুড়িতেও বরেন্দ্র সংস্কৃতির ওপর বিভিন্ন ট্যাবলো নিয়ে তাঁর অভূতপূর্ব শোভাযাত্রা এলাকার মানুষজন ও আনন্দমার্গীদের মনে বিশেষ ভাবে দাগ কেটে রয়েছে ৷ তিনি দেশে-বিদেশে বিভিন্ন বুদ্ধিজীবি মহলে আনন্দমার্গ দর্শনকে পৌঁছে দেওয়ার জন্যে বিশেষ ভাবে সচেষ্ট ছিলেন ৷ গত ১২ই মে কলকাতায় আনন্দমার্গের জাগৃতি ভবনে আনন্দমার্গের বহু সন্ন্যাসী, সন্নাসিনী ও অনুগামীরা মিলিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন৷ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত, কীর্ত্তন ও সাধনার পর সবাই তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ৷ পরে দেশ-বিদেশে তাঁর প্রচার, তাঁর অবিস্মরণীয় প্রতিভা, কর্মনিষ্ঠা তথা অবদানের ওপর বক্তব্য রাখেন আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য ভবেশানন্দ অবধূত, আচার্য সর্বাত্মানন্দ অবধূত, আচার্য তন্ময়ানন্দ অবধূত, আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, অবধূতিকা আনন্দকরুণা আচার্যা, আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য চিতিবোধানন্দ অবধূত প্রমুখ৷ ইয়ূরোপ, অমেরিকা ও পৃথিবীর নানান দেশ থেকে আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ও আরো অনেকে শোক বার্তা পাঠিয়েছিলেন৷ আচার্য চিতিবোধানন্দ অবধূত সেই সব পাঠ করে শোণান ৷ সবশেষে আচার্য প্রিয়শিবানন্দ অবধূত প্রভাত সঙ্গীত পরিবেশন করে হরাত্মান্দজীর অমর আত্মার উদ্দেশে শ্রদ্ধা জ্ঞপন করেন ৷ |
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়