সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের সর্বত্যাগী কর্মী আচার্য সত্যপরানন্দ অবধূত গত ৮ই নভেম্বর দ্বিপ্রহর ১২-৩০ মিনিটে কলিকাতায় তিলজলা আশ্রমে পার্থিব জীবনের কর্ম সমাধা করে পরলোকে গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর৷ বেশকিছুদিন তিনি অসুস্থ ছিলেন৷ তিনি মার্গের একজন আদর্শনিষ্ঠ কর্মী ছিলেন৷ মার্গের ও সন্ন্যাস জীবনে নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে মেনে চলতেন৷ তাঁর সংঘ জীবনে দীর্ঘ সময় বহির্ভারতে কর্মরত ছিলেন৷ ভারতে ও ভারতের বাইরে বহুদেশে মার্গের আদর্শ প্রচার করেন৷ লৌকিক জীবনে তিনি অসমের বাসিন্দা ছিলেন৷ ছাত্র জীবনে কলকাতায় এসে তিনি আনন্দমার্গের সঙ্গে যুক্ত হয়ে পড়েন৷