পরলোকে কবি রামদাস বিশ্বাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার শান্তিনিকেতনের বাসিন্দা বিশিষ্ট আনন্দমার্গী কবি রামদাস বিশ্বাস গত ১০ই নভেম্বর,২০২৩ ভোর ৩-৫৫ মিনিটে পরলোকে গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷ তিনি একজন একনিষ্ট আদর্শ পরায়ন আনন্দমার্গী ছিলেন৷ বাম আমলের ভয়ঙ্কর সন্ত্রাসের দিনগুলিতেও তিনি ও তাঁর সমগ্র পরিবার আনন্দমার্গের আদর্শে অবিচল ছিলেন৷ বার্ধক্যজনিক কারণে নানা শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এবারেও তিনি কলিকাতায় কেন্দ্রীয় আশ্রমে মার্গগুরুদেবের মহাপ্রয়াণ দিবসের কীর্ত্তনে যোগ দিয়েছিলেন৷ মার্গের আদর্শ প্রচারের পাশাপাশি তিনি সাহিত্যচর্চাও করতেন৷ নোতুন পৃথিবী পত্রিকার প্রভাতির পৃষ্ঠায় তাঁর রচিত কবিতা নিয়মিত প্রকাশিত হতো৷ তাঁর রচিত দুইটি পুস্তক ‘গানের ভেলা’ ও থ্যালাসেমিয়ায় আক্রান্তের নিয়ে রচিত ‘মৃত্যুকে সাথে নিয়ে’৷

তিনি স্ত্রী, একপুত্র, এককন্যা পুত্রবধূ জামাতা ও নাতি নাতনিদের রেখে গেছেন৷ তাঁর অকস্মাত প্রয়াণে আত্মীয় স্বজন বন্ধু ও বান্ধব ও মার্গীমহলে শোকের ছায়া নেমে আসে৷