গত ১৯শে ডিসেম্বর ত্রিপুরার ধলাই জেলার কুলাই বাজারের বিশিষ্ট আনন্দমার্গী মহামায়া পাল পরলোকে গমন করেন৷ তাঁর মৃত্যুতে আত্মীয় পরিজন ও মার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷ শ্রীমতি পাল অত্যন্ত নিষ্ঠাবান ও আদর্শমার্গী ছিলেন৷ সবরকম প্রতিকুল পরিবেশের মধ্যেও তিনি নিষ্ঠার সঙ্গে মার্গের কাজ করে যেতেন৷ বেশ কিছুদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ তাঁর একমাত্র পুত্র মার্গের সর্বত্যাগী কর্মী ছিলেন৷
গত ২২শে ডিসেম্বর কলিকাতায় বিরাটিতে শ্রীমতি পালের জ্যেষ্ঠ কন্যা সুপ্রিয়া দত্ত ও জামাতা অজিত দত্তের বাসগৃহে আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে স্থানীয় মার্গী ভাইবোন ও শ্রীমতি পালের দুই কন্যা জামাতা উপস্থিত ছিলেন৷
অপরাহ্ণ তিন ঘটিকায় প্রভাত সঙ্গীত ও বাবা নাম কেবলম্ মহামন্ত্র কীর্ত্তন পরিবেশনের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷ শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন অভিব্রতানন্দ অবধূত৷ কীর্ত্তন পরিবেশন করেন হরনাথ হাজারি৷ অনুষ্ঠানের শেষে শ্রীমতি পালের আদর্শনিষ্ঠ সাংঘটনিক কর্মজীবন ও পারিবারিক জীবনের স্মৃতিচারণা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, শ্রীমতি পালের জামাতা তাপস পাল জেষ্ঠ্যা কন্যা সুপ্রিয়া দত্ত, আচার্য অভিব্রতানন্দ অবধূত প্রমুখ৷