পরলোকে নীলকমল বিশ্বাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উঃ২৪পরগণা জেলার বনগাঁ হরিদাস পুরের বিশিষ্ট আনন্দমার্গী ও বনগাঁ আনন্দমার্গ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীনীলকমল বিশ্বাস গত ১৯শে মার্চ অপরাহ্ণ ৪-৩০ মিনিটে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷ তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ শ্রী নীলকমল বিশ্বাস একজন আদর্শ আনন্দমার্গী ও সংঘের একনিষ্ঠ কর্মী ছিলেন৷ বনগাঁ আনন্দমার্গ স্কুলের দায়িত্বে থাকার সময় স্কুলের উন্নয়ণে ছাত্র-ছাত্রাদের সার্বিক বিকাশের দিকে যত্ন সহকারে লক্ষ্য রাখতেন৷ সংঘের অন্যান্ন বিভাগের কাজেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়ীত্ব পালন করতেন৷ তিনি তিনপুত্র এক কন্যা, স্ত্রী পুত্রবধূ ও নাতনী রেখে গেছেন৷ তাঁর মৃত্যুতে সংঘ একজন একনিষ্ঠ কর্মীকে হারালো৷