পরলোকে প্রবীন প্রাউটিষ্ট অশোক সিংদেও

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন প্রাউটিষ্ট ও আদর্শনিষ্ঠ আনন্দমার্গী সিংদেও গত ৪ঠা জুলাই রাত্রি ১১-৩০ মিঃ তাঁর নিজ বাসগৃহে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বৎসর৷ তিনি স্ত্রী ও একপুত্র, এককন্যা রেখে গেছেন৷ তাঁর ইচ্ছা অনুযায়ী ৫ই জুলাই মধ্য আনন্দনগরে বেলাবলয় শ্মশানে আনন্দমার্গী প্রথায় অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়৷ শোকাহত মার্গীভাই-বোন ও আত্মীয় স্বজন অন্তিম কার্যে উপস্থিত ছিলেন৷

অশোক সিংদেও আমরা বাঙালী সংঘটনের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন৷ তিনি দীর্ঘদিন সংঘটনের পুরুলিয়া জেলা ও ঝালদা সাংঘটনিক জেলার সচিবের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে৷ সিপিএমের চরম সন্ত্রাসের দিনেও অশোক সিংদেও মাথা উচুঁ করে আমরা বাঙালী সংঘটনের প্রচার ও প্রসারের কাজ করে গেছেন৷ গত মে মাসে ২৮ তারিখে পুন্দাগে নিমতলায় সমবেত কর্মীদের সামনে তাঁর প্রেরণাদায়ক বক্তব্য কর্মীদের উদ্বুদ্ধ করে৷ তার প্রয়াণে সংঘটন একজন আদর্শবান কর্মী ও সংঘটককে হারাল৷

আমরা বাঙালী কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্‌হা এখ শোকবার্র্তয় বলেন---অশোক সিংদেও দাদার প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ পরমপিতার চরণে তাঁর বিদেহী৷ আত্মার পরমাশান্তি কামনা করি পরিবারের সকলের প্রতি জানাই আন্তরিক সহানুভূতিও সমবেদনা৷ সমাজ আন্দোলনের একজন অগ্রণী যোদ্ধাকে আমরা হারালাম৷ গত মে মাসে পুন্দাগে এক সভায় তাঁর প্রেরণাদায়ক বক্তব্যে সমাজ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্র্ত দেন৷