প্রণাম সপ্তদশ দধীচি

লেখক
শ্রীমতী জয়া সাহা

আজও চারিদিকে খুনোখুনি, জঙ্গীহানা, সন্ত্রাস৷

মনুষ্যাকৃতি বর্বরেরা করে চলেছে উল্লাস৷

কালের স্রোতে সময় এগিয়ে চলে

তিরিশে এপ্রিল আবার ফিরে আসে

তিরিশে এপ্রিল এমনি এক দিনে,

একগুচ্ছ তাজা প্রাণ,  পড়েছিল ঝড়ে৷

নরঘাতকের অপ্রত্যাশিত আক্রমণে৷

তাজা রক্তে রাঙায়িত হয়েছিল মহানগরীর মাটি৷

বিজন সেতু তুমি হায় চিরসাক্ষী

তুমি চিরদিনের চিরকালের  প্রহরী৷

সর্বত্যাগী সন্ন্যাসী-সন্ন্যাসিনীদের করুণ চিৎকার৷

আজও আকাশে-বাতাসে রয়েছে মিশে

পাপাচারীদের কীর্তি পড়ে গেছে জমা

ওরা কোনও দিন পাবে না, পাবে না ক্ষমা৷

৩০শে এপ্রিলের দিনে তাদের স্মরণে---

শত শত প্রণাম জানাই মোরা সেই দধীচি জনে৷