পর্ণিকার জন্মবার্ষিকী পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি হুগলি জেলার মগরা নিবাসী অর্পিতা ও শান্তনু বাগুইয়ের কণিষ্ঠা কন্যা পর্ণিকার পঞ্চম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আনন্দনগর শিশুসদনে (ছেলেদের) ১২ই অক্টোবর’২৪ সন্ধ্যায় বিশেষ মিলিত ঈশ্বর-প্রণিধানের পর সকলে পর্ণিকাকে আশীর্বাদ ও তার শুভকামনা করেন৷ এই উপলক্ষ্যে ছেলেদের প্রীতিভোজের আয়োজন করা হয়৷ শারদীয়া উৎসব উপলক্ষ্যে উমা নিবাস গার্লস শিশুসদনের মেয়েদের জন্যে ‘ওরাও আনন্দ করুক’ প্রকল্পের মাধ্যমে তাদের নতুন পোশাক ও জুতোর ব্যবস্থা করেন৷