পর্ষদের প্রস্তাব---মাধ্যমিক হোক জুনে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাজ্য শিক্ষা দপ্তরের কাছে মধ্যশিক্ষা পর্ষদের প্রস্তাব আগামী বছর জুন মাসে  মাধ্যমিক পরীক্ষা হোক৷ ২০২১শে নির্বাচন থাকায় রাজ্যসরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল ফেব্রুয়ারী মাসে পরীক্ষা করে নেবার৷ কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা আর সম্ভব নয়৷ এই অবস্থায় মধ্যশিক্ষা পর্ষদ চাইছে বিধানসভা নির্বাচনের পর  আগামী জুন মাসে পরীক্ষা নেওয়া হোক৷ মধ্যশিক্ষা পর্ষদের প্রস্তাবে বলা হয়েছে জুন মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত৷  রাজ্য সরকারের ইচ্ছা থাকলেও ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নিতে মধ্যশিক্ষা পর্ষদ তৈরী নয়৷ পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও পর্ষদের অনেকেই করোনায় আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘদিন  পর্ষদের কাজ ঠিকভাবে হয়নি৷ সেই কারণে ফেব্রুয়ারি নয় জুন মাসে পরীক্ষা চাইছে পর্ষদ৷ তাছাড়া সুকল কবে খুলবে তারও এখনও ঠিক ঠিকানা নাই৷ সুকল না খুললে পরীক্ষায় নানা অসুবিধা দেখা দেবে৷

কল্যাণময় বাবুর অসুস্থার সময় অস্থায়ীভাবে পর্ষদ সভাপতির দায়িত্বে ছিলেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কার্ত্তিক মান্না৷ তিনিও তখন বলেছিলেন ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়৷  পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৬,১৭ই ডিসেম্বর ক্যাম্প অফিস করে রেজিষ্ট্রিশন ফর্ম জমা নেওয়া হবে৷