২০৩০ ফুটবল বিশ্বকাপ ৬৪ দেশের করার প্রস্তাবে আগেই বিরোধিতা জানিয়েছে বিভিন্ন দেশ৷ তবে ২০৩৪ সালে যদি ৬৪ দেশের ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়, তা হলে এক কথায় রাজি সৌদি আরব৷ ২০৩০ ফুটবল বিশ্বকাপ ৬৪ দেশের করার প্রস্তাবে আগেই বিরোধিতা জানিয়েছে বিভিন্ন দেশ৷ তবে ২০৩৪ সালে যদি ৬৪ দেশের ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়, তা হলে এক কথায় রাজি সৌদি আরব৷ তারা স্পষ্ট জানিয়েছে, এত বড় বিশ্বকাপ আয়োজন করতে তাদের কোনও সমস্যা হবে না৷ পরের বছর থেকে ফুটবল বিশ্বকাপে দেশে সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হচ্ছে৷ সম্প্রতি দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল প্রস্তাব দিয়েছিল ২০৩০ সালে ৬৪টি দেশকে নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন করার৷ তবে বাকি মহাদেশীয় সংগঠনগুলি একযোগে তার বিরোধিতা করেছে৷ তবে সৌদি আরবকে যদি ৬৪ দেশের বিশ্বকাপ আয়োজন করতে হয় তা হলে তাদের সমস্যা নেই৷ সে দেশের রাজা আব্দুলাজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেছেন, ‘‘আমরা তৈরি৷ বা আমরা তৈরি হয়ে যাব৷ যদি ফিফা সে রকম সিদ্ধান্ত নেয় এবং মনে করে সেটা সবার জন্য ভাল, তা হলে আমরা আয়োজন করার জন্য তৈরি৷’’ গত ডিসেম্বরে সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় ফিফা৷ আর কোনও দেশ লড়াইয়ে ছিল না৷ তবে মানবাধিকার সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছে৷ কাতার বিশ্বকাপে যে ভাবে অভিবাসী শ্রমিকদের মৃত্যু ঘিরে বার বার বিতর্ক হয়েছে, সেই জিনিস সৌদি আরবেও দেখা যেতে পারে বলে মত তাদের৷ তবে সৌদি আরব জানিয়েছে, নতুন পরিকাঠামো তৈরির সময় ফিফার সঙ্গে যোগাযোগ রাখা হবে৷ কাতারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সেখান থেকেও সাহায্য নেওয়া হবে৷ ২০৩২ সালের মধ্যে ১৫টি স্টেডিয়াম তৈরি করে ফেলার কথা তাদের৷ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়