ধূলা ও ধোঁয়া মিশ্রিত ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে দিল্লীর জনজীবনে এখন নাভিঃশ্বাস উঠছে৷ সরকার বাধ্য হয়ে সুকল বন্ধ করে দিয়েছেন৷ সকালে প্রাতঃভ্রমণ বন্ধ৷ সকালে বাইরে বেরুলে ধূলা-ধোঁয়ার মিশ্রণ---ধোঁয়াশা ফুসফুসে প্রবেশ করায় কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ প্রভৃতি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ এই কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ ১৯৫২ সালে লণ্ডনে একবার এইভাবে ধোঁয়াশার হলুদ চাদরে চারদিন ঢাকা পড়ে থাকায় শহরে চার হাজার মানুষের মৃত্যু ঘটেছিল৷ দিল্লীর অবস্থাও কাছাকাছি সেইরকম হতে চলেছে৷ বিশেষ করে ডিজেল চালিত গাড়ীর ধোঁয়া, রাস্তার ধুলো এসব মিলে ধোঁয়াশার সৃষ্টি করছে৷ দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের অভিযোগ পঞ্জাব ও হরিয়ানার চাষীরা ধান প্রভৃতি ফসলের খড় বা গাছগুলিতে আগুন ধরিয়ে দেওয়ায় সেই ধোঁয়াও দিল্লীর আবহাওয়াকে দূষিত করছে৷ শহরে গাড়ীর ওপর নিয়ন্ত্রণ না রাখা, অপরিকল্পিত পার্কিং, শহরের সবুজ নষ্ট করে দেওয়া প্রভৃতি শহরে বায়ুদূষণের অন্যতম কারণ বলে গণ্য করা হচ্ছে৷ বিশেষজ্ঞরা দূষণ নিয়ন্ত্রণ, সৌর শক্তি ও বৈদ্যুতিক গাড়ী ব্যবহারের ওপর গুরুত্ব দিতে বলেছেন৷ কিন্তু সে ব্যাপারে সরকার গুরুত্ব দেননি ও সেই অনুসারে কঠোর কোনও ব্যবস্থা গ্রহণ করেননি৷
ব্যাপক ধোঁয়াশার জন্যে বহু ট্রেন বাতিল করতে হয়েছে৷ বহু ট্রেন দেরীতে চলছে৷ এককথায় ট্রেন চলাচল বিপর্যস্ত৷ প্লেনের ক্ষেত্রেও একই অবস্থা৷
দেওয়ালির সময় ব্যাপকভাবে বাজি ফাটানো থেকেও দূষণ দারুণভাবে বৃদ্ধি পেয়েছে৷
দিল্লীর সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকার বায়ুদূষণ রুখতে জনগণের কাছ থেকে ৭৮৭ কোটি টাকার সেস তুলেছে৷ কিন্তু তার এক কোটি টাকাও এই খাতে খরচ করা হয়নি৷ ৫০০টি ইলেক্ট্রিক বাস নামানোর কথা ছিল৷ তাও নামানো হয়নি৷ সরকারের এই উদাসীনতা সমস্যাকে জটিল করে দিয়েছে৷
কেবল দিল্লী নয়, কলকাতা সহ ভারতের অন্যান্য শহরগুলিতে বায়ূদূষণ অস্বাভাবিকভাবে বাড়ছে৷ এ ব্যাপারে সরকার বিশেষজ্ঞদের সঙ্গে বসে সমস্যাটিরও ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে কলকাতাও অদূর ভবিষ্যতে মৃত্যু-পুরীতে পরিণত হবে৷
তথ্য থেকে জানা যায়, বায়ুদূষণের হাত থেকে ভারতে বছরে ১৮ লক্ষ মানুষের মৃত্যু হয়৷ তাই এই ব্যাপারটাকে মোটেই হালকা করে দেখা উচিত নয়৷ তাহলে এই সব নগরী অদূর ভবিষ্যতে পরিত্যক্ত নগরী তথা পরিত্যক্ত ধবংসস্তূপে পরিণত হবে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র একটি সমীক্ষায় জানা যায় বিশ্বের বায়ূ দূষিত ২০টি শহরের মধ্যে ১৩টি ভারতের৷