প্রতিবন্ধী বোনেরা এইচ. আই. বি ও থ্যালাসেমিয়া যুক্ত ভায়েদের রাখী পরালেন

সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়

গত ৬ই আগষ্ট অন্যান্য বছরের ন্যায় এ বছরও ‘‘সংবেদন’’ নামক সমাজসেবা মূলক প্রতিষ্ঠানে  রাখী বন্ধন অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়৷

প্রতিবন্ধী ভাই-বোনেরা সৌভাত্র ও সম্প্রীতির বাতাবরণে  একে অপরকে আলিঙ্গন করে ও রাখী পরিয়ে দেয়৷

দৃষ্টিহীন বোন পাপিয়া কুন্ডু, ছোট্ট মেয়ে কুমারী টিনা সাউ এইচ. আই.বি ও থ্যালাসেমিয়াযুক্ত ভায়েদের হাতে রাখী পরিয়ে দেয়৷  বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানকে সঙ্গীতের মাধ্যমে আবেগময় করে তোলে৷ প্রতিষ্ঠানের সম্পাদক  সমিত সাহা বলেন সারা বছর আমরা নানান সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি৷ এই কাজে আমাদের সহযোগিতা করে থাকেন সাধারণত  শ্রীমতী যুথিকা চট্টোপাধ্যায়, বর্র্ণলী খাঁ, মৌমিতা সরকার, দেবায়ন মিত্র, গোপা ঘোষ, অর্পণ, অমিত, সন্দীপ, প্রদীপ, বাপ্পা, প্রমুখরা৷

রাখী বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী৷ মেবারের রাণা রাজসিংয়ের হাতে রাখী পরিয়ে হিন্দু মহিলাররা সুরক্ষার আবেদন করেছিলেন৷ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে দুই বাংলার মানুষকে রাখীবন্ধনে আবদ্ধ করে ছিলেন৷