প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে ত্রিপুরা বোর্ডের মাধ্যমিকে দ্বিতীয় জয়তী দেবনাথ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দক্ষিণ ত্রিপুরা সাব্রুম-হরিণা গার্লস স্কুলের ছাত্রা জয়তী দেবনাথ নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারীর মাধ্যমিক পরীক্ষায় ৪৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে৷ সাব্রুমের গুয়াচাঁদ গ্রামের  বাসিন্দা বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত যদুলাল দেবনাথের দুই কন্যা ও এক পুত্রের মধ্যে কণিষ্ঠা জয়তী দেবনাথ৷ ছোটবেলা থেকেই লেখা পড়ায় অত্যন্ত মেধাবী জয়তী৷ লেখা পড়ার সাথে সাথে গান গাওয়া কবিতা লেখাও জয়তীর নেশা৷ নোতুন পৃথিবী পত্রিকাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় জয়তীর কবিতা প্রকাশিত হয়৷

জয়তীর বাবা স্কুল শিক্ষক ছিলেন৷ গত ২০২১ সালের সেপ্ঢেম্বর মাসে অবসর গ্রহণ করেন৷ তারপরেই তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন৷ জয়তীর পরীক্ষার আগে শেষ ছয় মাস পরিবারের সবাই মানসিক দুঃশ্চিন্তার মধ্যে কাটিয়েছে৷ তারপরেও জয়তীর এই সাফল্য অসাধারণ কৃতিত্বের দাবী রাখে৷ জয়তী এই কৃতিত্বের জন্যে পরিবার ও স্কুলের  শিক্ষকদের অবদানের কথা বলে৷ আগরতলা থেকে দূরে এক গ্রামীণ স্কুলের মেয়ের এই সাফল্যে সাব্রুমবাসীও খুশী৷