অর্থমন্ত্রী বাজেট বত্তৃণতা দিলেন প্রায় এক ঘন্টা, বাজেটের কথা ছিল মাত্র ছয় মিনিট, বাকি সময় নিজের দলের দশবছরের সাফল্যের ঢাক পিটিয়ে গেলেন, যার অনেকটাই অসার৷
বাজেটের ছয় মিনিটের সারকথা---উন্নয়নের যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ২০৪৭ সালের দিকে তাকিয়ে --- এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ অর্থমন্ত্রীর কথায় এই বাজেট ভবিষ্যতের স্বপ্ণ দেখার বাজেট৷
২০১৪ সালে আচ্ছা দিনের স্বপ্ণ ফেরি করেছিলেন প্রধানমন্ত্রী, বছরে দুকোটি চাকরী, সীমান্তে সন্ত্রাস বন্ধ, কালো টাকা উদ্ধার, শূন্য একাউন্টে ১৫ লক্ষ সবই এখনও অধরা৷ আর্থিক বৃদ্ধির লক্ষ্যের কথা ফলাও করে প্রচার করলেও গরীব মধ্যবিত্তের আর্থিক দুর্দশা দূর করার কোন পথ দেখাননি৷ গত দশ বছরে মোদি জমানায় বেকারত্ব, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি সবই আগের নজীরকে ছাড়িয়ে গেছে৷ অর্থমন্ত্রীর সাফল্যের ঢাক পেটানো বাজেট-কথায় এসব নিয়ে কোন উচ্চবাচ্য ছিল না৷
করোনার সময় কাল থেকে মধ্যবিত্তের আয় কমেছে, ধনকুবের ও উচ্চবৃত্তের আয় কয়েকগুন করে বেড়েছে৷ দুয়ের গড় কষে সাধারণের আয় বৃদ্ধি দেখানো হয়েছে, এখানেও ফাঁকি৷ আসলে রাম মন্দিরে আস্থা রেখে ভোটের বাজেটে গরীব মধ্যবিত্তকে উপেক্ষাই করেছে৷
ভোটের সামনে স্বল্প সময়ের অন্তবর্ত্তী বাজেটে সাধারণত সংখ্যা গরিষ্ঠ সাধারণ মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়৷ মোদি সরকারের আশা দেশের সাধারণ মানুষ বিশেষ করে গো-বলয়ের মানুষ রাম নামেই বোট দেবে, বাজেট নিয়ে মাথা ঘামাবে না৷
প্রবীন প্রাউট-তাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ আক্ষেপ করে বলেন স্বাধীনতার ৭৬ বছর পরও দেশের জনসংখ্যার বৃহত্তর অংশ সামাজিক, অর্থনৈতিক, রাজনীতি বিষয়ে অজ্ঞ, তাই ধনকুবেরদের নিয়ন্ত্রিত সরকার এই বাজেট পেস করতে সাহস পেয়েছে৷ আজ পর্যন্ত কোন সরকারই জনবহুল এই দেশে বিশাল জনগোষ্ঠীর দৈহিক মানসিক ও আধ্যাত্মিক সামর্থ্যের সদ্ব্যবহার করে দেশের সার্বিক উন্নয়নের কোন চেষ্টাই করেনি৷ ধনিক শ্রেণী নানা জাত, পাত, সম্প্রদায় বর্ণ ইত্যাদি বিভাজন সৃষ্টি করে মানুষকে অবদমিত করে রাখার চেষ্টা করে৷
শ্রীখাঁ বলেন প্রাউটের সামাজিক অর্থনৈতিক পরিকল্পনায় মানুষের দৈহিক মানসিক ও আধ্যাত্মিক সম্পদের সর্বাধিক উপযোগের কথা বলা হয়েছে৷ প্রাউট সমাজে সবরকম শোষণ বন্ধ করার পক্ষে৷ কিন্তু পুঁজিবাদ নিয়ন্ত্রিত কোন রাজনৈতিক দলের পক্ষে এই শোষণ বন্ধ করা সম্ভব নয়৷ আজ যারা বাজেটের বিরুদ্ধে তারাও একদিন ক্ষমতায় থেকে এমনটা করেছে৷ ৭৬ বছর ধরে দেশে এই রাজনীতি চলছে৷ একমাত্র প্রাউটের বাস্তবায়ন ছাড়া মানুষের মুক্তি নেই৷