প্রথম করোনা টিকা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোভিড-১৯ জয়ের লড়াইয়ে ইতিহাসে নাম লেখালেন ব্রিটেনের উত্তর আয়ারল্যাণ্ডের বাসিন্দা নববই পার করা বৃদ্ধা মার্র্গরেট কিন্যান৷ গত ৮ই ডিসেম্বর কোভিড প্রতিষেধকের  প্রথম ডোজটি নিলেন মার্র্গরেট৷ বিশ্বে তিনিই প্রথম যিনি করোনা প্রতিষেধকের টিকা নিলেন৷ একসপ্তাহ আগে ফাইজার ও বায়োএনটেক-এর তৈরী টিকাকে অনুমোদন দেয় ব্রিটেন সরকার৷ তার একসপ্তাহ পরে টিকা দেবার কর্মসূচী শুরু হয়৷ এই গণ টিকা করণের তালিকায় শুরুর নামটি মার্র্গরেট কিন্যান৷ ২১দিন পর তাঁকে দ্বিতীয় ডোজটি দেওয়া হবে৷