প্রথম স্তরীয় ডায়াসিস লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

করিমগঞ্জ ঃ গত ৩১শে জানুয়ারী ও ১, ২ ফেব্রুয়ারী সিলং সার্কেলে বরাক উপত্যকায় করিমগঞ্জে আনন্দমার্গ স্কুলে তিনদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারের বরাক উপত্যকার মার্গী ভাইবোনেরা উপস্থিত ছিলেন৷ সেমিনারের আয়োজক ছিলেন আচার্য চিরাগতানন্দ অবধূত৷ মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷ সেমিনারের আলোচনার আধ্যাত্মিক বিষয় ছিল, তন্ত্র ও সাধনা, চতুবর্গ ভক্তি, সামাজিক-অর্থনৈতিক বিষয় ছিল আমাদের সমাজ শাস্ত্র ও প্রাউটের অর্থনীতি ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য৷ তিনদিনের এই সেমিনারের সূচনা হয় ৩১শে জানুয়ারী প্রভাতে তিনঘন্টা ব্যাপী অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন পরিবেশনের মধ্য দিয়ে৷