প্রয়াত হলেন শোলাশিল্পী শিল্পগুরু অনন্ত মালাকার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশিষ্ট আনন্দমার্গী শোলাশিল্পী শ্রী অনন্ত মালাকার গত ৩০শে মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্ধমানের একটি বেসরকারী নার্সিং হোমে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৮১ বছর৷ তার আদি বাড়ী বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পালিটা গ্রামে৷  বর্তমানে বীরভূম জেলার কীর্ণাহারের বাসিন্দা ছিলেন৷ তিনি একজন নিষ্ঠাবান আনন্দমার্গী ছিলেন৷ শোলা শিল্পের পাশাপাশি আনন্দমার্গের জনকল্যাণমূলক কাজের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন৷ মার্গগুরুদেব ভৌতিক শরীরে থাকাকালীন আনন্দনগরের ধর্মমহাচক্রের মূল মঞ্চের কাজ তিনি করতেন৷ শিল্পী হিসেবে দেশের বাইরেও তিনি ক্ষ্যাতি অর্জন করেছিলেন৷ দেশ বিদেশে নানা পুরস্কারও পেয়েছেন তিনি৷ শোলা শিল্পে তাঁর কীর্তির জন্য  ১৯৭০ সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান৷ ২০০৪ সালে তিনি শিল্পগুরু উপাধি পান৷ রাশিয়া, আমেরিকা থেকেও তিনি শিল্পকর্মের জন্য পুরস্কার পেয়েছেন৷ তাঁর শিল্প কর্মের নিদর্শন  দেশের বিভিন্ন জায়গায় --- দিল্লীর ন্যাশনাল মিউজিয়াম, কলকাতার জাদুঘর, ন্যাশনাল ক্রাফ্‌টস মিউজিয়াম, ছত্রপতি শিবাজি মিউজিয়ামে স্থান পায়৷ তাঁর প্রয়াণে শিল্পীমহলে ও আনন্দমার্গীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে৷