সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২২শে এপ্রিল আসানসোলের আনন্দমার্গের একনিষ্ঠ কর্মী প্রয়াত শম্ভুনাথ দাসের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় সমাজশাস্ত্রানুসারে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন পরিবেশন করেন আচার্য চিরগতানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন৷ উপস্থিত সকলে অনুষ্ঠানে পরমপুরুষের চরণে প্রয়াত শম্ভুনাথ ঘোষের আত্মার সদ্গতির জন্যে প্রার্থনা করেন৷
শ্রাদ্ধানুষ্ঠানের পর পশ্চিম বর্দ্ধমান জেলার প্রয়াত বিশিষ্ট আনন্দমার্গী‘শম্ভুদা’র স্মৃতিচারণ করেন আচার্য প্রসূনানন্দ অবধূত, মানিক ঘাঁটি, সহদেব দত্ত, আচার্য মোহনানন্দ অবধূত প্রমুখ৷ অনুষ্ঠানে বর্দ্ধমান ডায়োসিসের, ডায়োসিস সেক্রেটারী আচার্য কৃতাত্মানন্দ অবধূত, অবধূতিকা আনন্দসর্র্বণী ও অন্যান্য বহু আনন্দমার্গী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন৷